বৃহস্পতিবার ২৩শে মার্চ, ২০২৩ ইং ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

চন্দ্রগঞ্জ বণিক কল্যাণ সমিতির নির্বাচনে প্রার্থী পরিচিতি সভা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের ঐতিহ্যবাহী চন্দ্রগঞ্জ বাজার বণিক কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে প্রার্থীদের পরিচিতি সভা সম্পন্ন হয়েছে। শনিবার (০৪ ফেব্রুয়ারী) সন্ধ্যায় চন্দ্রগঞ্জ বাজার গণমিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন, সমিতির নির্বাচন পরিচালনা উপ-পরিষদের প্রধান নির্বাচন কমিশনার মাষ্টার কাজী মো. মোস্তফা কাজল।

নির্বাচন কমিশনার সাংবাদিক মো. আলী হোসেনের সঞ্চালনায় এতে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, চন্দ্রগঞ্জ থানা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি শাহজাহান কামাল ও চরশাহী ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম রাজু, স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গিয়াস উদ্দিন লিঠন, চন্দ্রগঞ্জ থানা কৃষক লীগের সভাপতি এটিএম জাকির হোসেন জাহাঙ্গীর, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী সোলায়মান, জেলা জাতীয়পার্টির সহ-সভাপতি সামছু উদ্দিন পাটোয়ারী ও সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন আজাদ, ডা. শহিদ উল্যাহ স্বপন ও বিশিষ্ট ব্যবসায়ী রায়হান চিশতি প্রমূখ।

এছাড়া পরিচিতি সভায় প্রতিদ্বন্দ্বীতাকারী প্রার্থীরা হলেন- বণিক কল্যাণ সমিতির সভাপতি পদপ্রার্থী এম ছাবির আহম্মদ (ছাতা প্রতীক) ও মিজানুর রহমান বিপ্লব (চেয়ার প্রতীক), সাধারণ সম্পাদক পদপ্রার্থী মাওলানা মো. আব্দুল কুদ্দুছ (আনারস প্রতীক), মফিজুল আলম স্বপন (মাছ প্রতীক) ও মোহাম্মদ আলী (হারিকেন প্রতীক), সহ-সাধারণ সম্পাদক পদপ্রার্থী কাজী মামুনুর রশিদ বাবলু, সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী বাবুল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী মো. জাহাঙ্গীর আলম (চশমা প্রতীক) ও মিনহাজুর রহমান বিনতু (বৈদ্যুতিক পাখা), অর্থ সম্পাদক মো. সাহাব উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক পদপ্রার্থী মো. সেলিম (হাতপাখা প্রতীক) ও মুনসুর আহম্মদ ভূঁইয়া (মটরসাইকেল), শিক্ষা ও ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মো. জসিম উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সালাউদ্দিন জুয়েল, প্রচার সম্পাদক নাছির খান ও মো. সেলিম। এছাড়াও সদস্য পদপ্রার্থী অঞ্জন কুমার কুরী (মাইক প্রতীক), মো. গিয়াস উদ্দিন (বালতি প্রতীক), মোঃ জামাল পাশা (কাপপিরিচ প্রতীক) নাজমুল হোসেন (বাস প্রতীক), নুরুদ্দিন পারভেজ (ময়ুর প্রতীক), মোঃ শাহনেওয়াজ (উড়োজাহাজ প্রতীক), সামছুউদ্দিন রাজু (বটগাছ প্রতীক) ও সাজু পাটোয়ারী (মোবাইল প্রতীক) বক্তব্য রাখেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৩
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১