বৃহস্পতিবার ২৩শে মার্চ, ২০২৩ ইং ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

লক্ষ্মীপুর আইনজীবী সমিতির নির্বাচনে বিজয়ী হলেন যারা

আইন আদালত ডেস্ক :

লক্ষ্মীপুরে জেলা আইনজীবী সমিতির ২০২৩ নির্বাচনে সভাপতি পদে আহম্মেদ ফেরদৌস মানিক ও সাধারণ সম্পাদক পদে মোঃ হাসান আল মাহমুদ নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ-সভাপতি মোঃ শামসুদ্দিন (২), জহুর আহম্মদ, চৌধুরী, সহ-সম্পাদক রেজাউল করিম রাজু, জাহাঙ্গীর আলম, অডিটর- কামরুল হাসান রনি, পাঠাগার বিষয়ক সম্পাদক মোঃ মাহির আসহাব, সাংস্কৃতিক সম্পাদক ফারুক হোসেন, সদস্য বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন- আকবর হোসেন, আনিসুল ইসলাম, আনোয়ার হোসেন ফিরোজ, দাউদ হোসেন, মাহমুদুর রহমান মিশন ভূইয়া, সাইফ উদ্দিন খোকন।

লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতি নির্বাচন ২০২৩ এর পূর্ণাঙ্গ ফলাফল :

সভাপতি

১। জি এস এম আবদুর নুর- ৮০

২। জসিম উদ্দিন পিপি- ১২৫

৩। আহম্মদ ফেরদৌস মানিক- ১২৯

সহ-সভাপতি 
১। অলি উল্যাহ চৌধুরী – ৭৬
২। মোঃ কবির হোসেন- ১৩২
৩। জহুর আহম্মদ চৌধুরী -১৪০
৪। রফিকউল্লাহ চৌধুরী -৮৩
৫। মোঃ শামসুদ্দিন (২)১৫৪

সাধারণ সম্পাদক 
১। মোঃ হাসান আল মাহমুদ -২০৭
২। রহমত উল্লাহ বিপ্লব -১২২

সহ-সম্পাদক 
১। রেজাউল করিম রাজু- ১৬১
২। ইমরান মাসুম- ১৩৩
৩। জাহাঙ্গীর আলম – ১৫৭
৪। সামছুদ্দিম হিমেল- ১৩৩

অডিটর
১। কামরুল হাসান রনি- ২৬০
২। মোরশেদ আলম- ৫৮

পাঠাগার বিষয়ক সম্পাদক
১। মোঃ মাহির আসহাব- ১৭৭
২। নুর উদ্দিন সুজন- ১৫৯

সাংস্কৃতিক সম্পাদক 
১। ফারুক হোসেন- ১৮৫
২। আফরোজা ববি- ১৩৮

সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
১। আকবর হোসেন
২। আনিসুল ইসলাম
৩। আনোয়ার হোসেন ফিরোজ
৪। দাউদ হোসেন
৫। মিশন ভূইয়া
৬। সাইফ উদ্দিন খোকন

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৩
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১