আইন আদালত ডেস্ক :
লক্ষ্মীপুরে জেলা আইনজীবী সমিতির ২০২৩ নির্বাচনে সভাপতি পদে আহম্মেদ ফেরদৌস মানিক ও সাধারণ সম্পাদক পদে মোঃ হাসান আল মাহমুদ নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ-সভাপতি মোঃ শামসুদ্দিন (২), জহুর আহম্মদ, চৌধুরী, সহ-সম্পাদক রেজাউল করিম রাজু, জাহাঙ্গীর আলম, অডিটর- কামরুল হাসান রনি, পাঠাগার বিষয়ক সম্পাদক মোঃ মাহির আসহাব, সাংস্কৃতিক সম্পাদক ফারুক হোসেন, সদস্য বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন- আকবর হোসেন, আনিসুল ইসলাম, আনোয়ার হোসেন ফিরোজ, দাউদ হোসেন, মাহমুদুর রহমান মিশন ভূইয়া, সাইফ উদ্দিন খোকন।
লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতি নির্বাচন ২০২৩ এর পূর্ণাঙ্গ ফলাফল :
সভাপতি
১। জি এস এম আবদুর নুর- ৮০
২। জসিম উদ্দিন পিপি- ১২৫
৩। আহম্মদ ফেরদৌস মানিক- ১২৯
সহ-সভাপতি
১। অলি উল্যাহ চৌধুরী – ৭৬
২। মোঃ কবির হোসেন- ১৩২
৩। জহুর আহম্মদ চৌধুরী -১৪০
৪। রফিকউল্লাহ চৌধুরী -৮৩
৫। মোঃ শামসুদ্দিন (২)– ১৫৪
সাধারণ সম্পাদক
১। মোঃ হাসান আল মাহমুদ -২০৭
২। রহমত উল্লাহ বিপ্লব -১২২
সহ-সম্পাদক
১। রেজাউল করিম রাজু- ১৬১
২। ইমরান মাসুম- ১৩৩
৩। জাহাঙ্গীর আলম – ১৫৭
৪। সামছুদ্দিম হিমেল- ১৩৩
অডিটর
১। কামরুল হাসান রনি- ২৬০
২। মোরশেদ আলম- ৫৮
পাঠাগার বিষয়ক সম্পাদক
১। মোঃ মাহির আসহাব- ১৭৭
২। নুর উদ্দিন সুজন- ১৫৯
সাংস্কৃতিক সম্পাদক
১। ফারুক হোসেন- ১৮৫
২। আফরোজা ববি- ১৩৮
সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
১। আকবর হোসেন
২। আনিসুল ইসলাম
৩। আনোয়ার হোসেন ফিরোজ
৪। দাউদ হোসেন
৫। মিশন ভূইয়া
৬। সাইফ উদ্দিন খোকন