আকাশবার্তা ডেস্ক :
ঢালাওভাবে মামলা না দিতে সরকারের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস উইং বলেছে, কোনও ভুক্তভোগী মামলা দিলে আমরা নিষেধ করতে পারি না। তবে পুলিশকে দ্রুত তদন্ত করে মামলার নামে যাদের হয়রানি করা হচ্ছে তাদের বাদ দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার (১৮ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রেস উইংয়ের পক্ষ থেকে এসব কথা বলা হয়। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
মামলার নামে হয়রানির বিষয়ে অপূর্ব জাহাঙ্গীর বলেন, আমরা তো বলেছি ঢালাওভাবে যেন মামলা না দেওয়া হয়। তবে যে কেউ মামলা দিতেই পারে। কিন্তু যার বিরুদ্ধে কোনও তথ্য-প্রমাণ নেই, সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে তাদের যেন বাদ দেওয়া হয়।
শফিকুল আলম বলেন, কোনও ভুক্তভোগী যদি মামলা দেয়, তাকে তো আমরা বলতে পারি না, আপনি মামলা দিয়েন না। তবে পুলিশকে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে দ্রুত তদন্ত করে মামলার নামে যাদের হয়রানি করা হচ্ছে তাদের বাদ দেওয়ার জন্য। যাদের বিরুদ্ধে কোনও প্রমাণ নেই, তাদের যেন দ্রুত বাদ দেওয়া হয়।
সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত সরকার নেবে জানিয়ে প্রেস সচিব বলেন, রাজনৈতিক দলগুলো আমাদের অংশীজন। তাদের সঙ্গে বসে সিদ্ধান্ত হবে— ১৯৭২ সালের যে সংবিধান হয়েছে সেটি সংশোধন হবে নাকি হবে না। সেটা ওনারা সিদ্ধান্ত নেবেন।
সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে সবার সঙ্গে কথা হবে মন্তব্য করে তিনি বলেন, ধর্মীয় সংখ্যালঘু, বাংলাদেশে যত আদিবাসী কমিউনিটি আছে— তাদের সবার সঙ্গে কথা হবে। এটা নিয়ে আমাদের কোনও ধরণের কনফিউশন দেখছি না।
প্রধান উপদেষ্টার ভাষণে বিএনপি আশাহত— এ বিষয়ক প্রশ্নের জবাবে অপূর্ব জাহাঙ্গীর বলেন, নির্বাচন কমিশন গঠন করাতো নির্বাচনি রোডম্যাপের অংশ।
সংস্কার কমিশনের সদস্যদের বিষয়ে নানান মহলের আপত্তির বিষয়ে এক প্রশ্নের জবাবে অপূর্ব জাহাঙ্গীর বলেন, সদস্য বাছাইয়ের ক্ষেত্রে কমিশনের প্রধানদের স্বাধীনতা দেওয়া হয়েছে।
শফিকুল আলম বলেন, গণমাধ্যমের যে কাঠামোগত পরিবর্তন আমরা চাচ্ছি তার জন্য ভালো একটা প্রতিবেদন ওনারা তৈরি করতে পারবেন বলে আশা করি।
জেনেভায় আইন উপদেষ্টার নিরাপত্তার গাফিলতির বিষয়টি সরকার তদন্ত করছে বলে জানান অপূর্ব জাহাঙ্গীর। দায়িত্ব নেওয়া দুই উপদেষ্টার বিষয়ে অভিযোগের বিষয়ে তিনি বলেন, মানুষ তাদের মতামত দিচ্ছে, আমরা দেখছি।