বৃহস্পতিবার ১৬ই জানুয়ারি, ২০২৫ ইং ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

পাঠাগার হচ্ছে মনের হাসপাতাল : ডিসি লক্ষ্মীপুর

লক্ষ্মীপুর প্রতিনিধি :

পাঠাগার হচ্ছে মনের হাসপাতাল। শিক্ষার্থীদের বই পড়ার মধ্য দিয়ে আলোকিত মানুষ হতে হবে। লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আলহাজ্ব ইব্রাহিম মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে মরহুম বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহম্মদ স্মৃতি পাঠাগারের উদ্বোধনকালে এসব মন্তব্য করেন, জেলা প্রশাসক রাজিব কুমার সরকার।

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন আলহাজ্ব ইব্রাহিম মিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত পাঠাগার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিদ্যালয়ের সাবেক সভাপতি ফারুক আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহম্মদের জ্যেষ্ঠ পুত্র এবং বিদ্যালয়ের দাতা সদস্য মো. তোফাজ্জল হোসেন সবুজ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, চন্দ্রগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক এনায়েত উল্যাহ ও এ্যাড. সামছুল আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রিয়ব্রত চৌধুরী, প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম, আলহাজ্ব ইব্রাহিম মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহি উদ্দিন, চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক এম বেল্লাল হোসেন, সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু, যুগ্ন আহ্বায়ক আবুল কালাম আজাদ (কালা মুন্সী), লক্ষ্মীপুর জেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হান্নান ভূঁইয়া, চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলী করিম, যুগ্ন-আহ্বায়ক মোহাম্মদ আলী মেম্বার, মনির হোসেন প্রমূখ।

বক্তারা ৭১ এর রণাঙ্গণের বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহম্মদের স্মৃতিচারণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহম্মদ একজন অকুতোভয় সৈনিক। দলের দুঃসময়ে চন্দ্রগঞ্জের নেতাকর্মীদের পাশে ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জানুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ডিসেম্বর    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১