শুক্রবার ২১শে মার্চ, ২০২৫ ইং ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ:
দেড় লাখ টাকা ছাড়ালো সোনার দাম! দু’দিনে ৯৭০ ফিলিস্তিনির প্রাণ কাড়ল ইসরায়েল চন্দ্রগঞ্জ ইউপিতে নজরুল ইসলাম টিটু সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী  ১/১১’র মতো বিএনপিকে মিডিয়া ট্রায়ালের মুখে ফেলা হচ্ছে লক্ষ্মীপুরে চাঁদা না দেয়ায় শ্রমিকদের পেটালেন যুবদলের নেতা লক্ষ্মীপুরে স্কুলছাত্র হত্যার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের মাধ্যমে রোহিঙ্গারা বাড়ি ফিরতে চায় প্রথমবার সোনার দাম আউন্সপ্রতি তিন হাজার ডলারে ১৩ মাসে ২৬০১ বাংলাদেশি সীমান্তে বিএসএফ‍‍`র হাতে গ্রেপ্তার লক্ষ্মীপুরে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে পুলিশ-ডাকাত গোলাগুলি, মহিলা ভাইস চেয়ারম্যানের স্বামীসহ আটক ৩, অস্ত্র-গুলি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সাথে ডাকাতদলের গোলাগুলির ঘটনায় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যানের স্বামীসহ তিনজনকে আটক করা হয়েছে। এ সময় জেলা পুলিশের তালিকাভূক্ত সন্ত্রাসী ডাকাত বেলজিয়াম সুমন গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় আহত হয়েছেন পুলিশের এসআই কামরুল ইসলাম ও কনস্টেবল মোক্তার হোসেন। ঘটনাস্থল থেকে পুলিশ একটি রিভলবার ও ৩ রাউন্ড গুলি এবং একটি সিএনজি অটোরিকশা জব্দ করে। গুলিবিদ্ধ সুমন ও আহত দুই পুলিশ সদস্যকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার ভোর রাতে সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন উত্তরজয়পুর ইউনিয়নের বিনোদপুর এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃতরা হলো, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিয়া আক্তার পারুলের স্বামী কামরুল হাসান রুবেল ওরপে হাতকাটা রুবেল, ডাকাত বেলজিয়াম সুমন ও সিএনজি চালক সেলিম।

পুলিশ জানায়, তালিকাভূক্ত ডাকাত বেলজিয়াম সুমনসহ একদল ডাকাত উত্তরজয়পুর ইউপির বিনোদপুর এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে ডাকাতদল, পুলিশও পাল্টাগুলি ছুঁড়ে। এতে ডাকাত বেলজিয়াম সুমন গুলিবিদ্ধ হয়। আহত হয় পুলিশের এসআই কামরুল ইসলাম ও কনস্টেবল মোক্তার হোসেন। এ সময় সদর উপজেলা পরিষদের মহিলা-ভাইস চেয়ারম্যান ফাহিয়া আক্তার পারুলের স্বামী কামরুলসহ তিনজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি এবং ডাকাতি কাজে ব্যবহৃত অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।

এ দিকে গুলিবিদ্ধ বেলজিয়াম সুমন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জানান, বৃহস্পতিবার নানার বাড়ি থেকে আসার পথে পুলিশ তাকে আটক করে। পরে পায়ে গুলি করে হাসপাতালে নিয়ে আসে পুলিশ।

এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানার ওসি মোক্তার হোসেন জানান, ডাকাতির প্রস্তুুতিকালে পুলিশের সাথে ডাকাতদলের গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় ডাকাত বেলজিয়াম সুমন গুলিবিদ্ধসহ দুই পুলিশ সদস্য আহত হয়। ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১