বুধবার ১লা মে, ২০২৪ ইং ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

লক্ষ্মীপুর কারাগারে কয়েদির মৃত্যু

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুর জেলা কারাগারে পালিত ছেলেকে হত্যা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি বেলায়েত হোসেন ভূঁইয়ার (৭২) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে কারাগারের জেলার সর্বোত্তম দেওয়ান বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত বেলায়েত রায়পুর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের মধুপুর গ্রামের হেদায়েত হোসেন ভূঁইয়ার ছেলে। ছেলেকে হত্যার ঘটনায় লক্ষ্মীপুর আদালত তাকে ১০ বছরের সাজা দেন।

এদিকে, রাত পৌনে ১১টার দিকে বেলায়েতের মরদেহ হাসপাতালে দেখতে আসেন কারাগারের চিকিৎসক পরান বড়ুয়া। তিনি সাংবাদিকদের বলেন, হঠাৎ আসামি বেলায়েতের শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত সদর হাসপাতালে পাঠানো হয়। এখানে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শামীম আফজাল বলেন, আমরা বেলায়েতকে মৃত অবস্থায় পেয়েছি। তাকে মৃত অবস্থায় আনা হয়েছে। কী কারণ মারা গেছে তা বলতে পারছি না। মরদেহ মর্গে আছে।

লক্ষ্মীপুর জেলা কারাগারের জেলার সর্বোত্তম দেওয়ান বলেন, দীর্ঘদিন ধরে বেলায়েত অসুস্থ ছিলেন। আজ বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে রাত সাড়ে ১০টার দিকে সদর হাসপাতালে পাঠানো হয়। মামলার রায় কবে হয়েছে আপাতত বলতে পারছি না।

উল্লেখ্য, পালিত ছেলেকে হত্যার ঘটনায় বেলায়েত গ্রেপ্তার হন। পরে তিনি জামিনে মুক্ত হয়েছিলেন। এরমধ্যে মামলার রায়ে তিনি সাজা পান। তবে তিনি পলাতক ছিলেন। গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি হিসেবে ২০২২ সালের ১৪ সেপ্টেম্বর তাকে কারাগারে আনা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১