বৃহস্পতিবার ৫ই ডিসেম্বর, ২০২৪ ইং ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

চন্দ্রগঞ্জে জামায়াতের কর্মী সম্মেলনে বিশাল শো-ডাউন

ইমরান হোসেন, চন্দ্রগঞ্জ থেকে :

শনিবার (৯ই নভেম্বর) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানা জামায়াতের উদ্যোগে স্থানীয় প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মাঠে বিশাল কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

চন্দ্রগঞ্জ থানা জামায়াতের আমীর মুহাম্মদ মোস্তফা মোল্লার সভাপতিত্বে ও সেক্রেটারী রেজাউল ইসলাম খান সুমনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নায়েব আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর শাখার সেক্রেটারী ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মুহাম্মদ রেজাউল করিম।

প্রধান অতিথির বক্তৃতায় কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আমরা নতুন এক বাংলাদেশ পেয়েছি। পেয়েছি নতুন করে দেশগড়ার সুযোগ, আমাদের সবাইকে সম্মিলিতভাবে এ সুযোগ কাজে লাগাতে হবে। আমরা দ্রুত নির্বাচন চাই, তবে তা হতে হবে জনগণের অংশগ্রহণ মূলক। জনগণ যাকে খুশি তাকে ভোট দিয়ে নির্বাচিত করবে। বর্তমান সরকারের কাছে আমাদের দাবি হচ্ছে দ্রুত সময়ের মধ্যে সকল সংস্কার কাজ শেষ করে নির্বাচিত সরকারের কাছে যেন ক্ষমতা হস্তান্তর করা হয়। পাশাপাশি আমরা সতর্ক অবস্থায় আছি যে কোন ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য।

সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন, ৪ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে লক্ষ্মীপুরে নিহত চন্দ্রগঞ্জ থানাধীন উত্তর জয়পুরের শহীদ কাউছার হোসেন বিজয়ের পিতা ফিরোজ আলম। তিনি হত্যার সাথে জড়িতদের শাস্তি দাবী করেন।

কর্মী সম্মেলন বক্তারা বলেন, হাসিনা সরকার যে ট্রাইব্যুনালে জামায়াত নেতাদের ফাঁসি দিয়েছেন সেই ট্রাইব্যুনালে পতিত স্বৈরাচার হাসিনাসহ সকল খুনিদের বিচার শুরু হয়েছে। পতিত স্বৈরাচার শেখ হাসিনার সরকার বিভিন্ন নাটক সাজিয়ে জামায়াত ইসলামীর নেতা-কর্মীদের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন করেছে। মিথ্যা মামলা দিয়ে জামায়াত নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে। স্বৈরাচার শেখ হাসিনার সরকার বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। আল্লাহর উপযুক্ত বিচার তাদেরকেই এদেশ থেকে কাপুরুষের মত পালিয়ে যেতে হয়েছে।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমীর এস ইউ এম রুহুল আমিন ভূঁইয়া, নায়েবে আমীর এ্যাড. নজির আহমদ ও এ আর হাফিজ উল্যাহ, সেক্রেটারী মাও. ফারুক হোসাইন মু. নুরনবী, সহ-সেক্রেটারী মাও. নাছির উদ্দিন মাহমুদ ও এ্যাড. মহসিন কবির মুরাদ প্রমূখ।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন- চন্দ্রগঞ্জ ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুল হান্নান, সেক্রেটারী মো. মাহফুজুর রহমান, ইউনিয়ন ও থানা জামায়াতের মো. দেলোয়ার হোসেন, এনামুল হক রতন, নজরুল ইসলাম টিটু, আবুল কালাম আজাদ, মাও. ইস্রাফিল আহম্মেদসহ কয়েক হাজার নেতা কর্মী।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ডিসেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« নভেম্বর    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১