বৃহস্পতিবার ২০শে মার্চ, ২০২৫ ইং ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ:
দেড় লাখ টাকা ছাড়ালো সোনার দাম! দু’দিনে ৯৭০ ফিলিস্তিনির প্রাণ কাড়ল ইসরায়েল চন্দ্রগঞ্জ ইউপিতে নজরুল ইসলাম টিটু সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী  ১/১১’র মতো বিএনপিকে মিডিয়া ট্রায়ালের মুখে ফেলা হচ্ছে লক্ষ্মীপুরে চাঁদা না দেয়ায় শ্রমিকদের পেটালেন যুবদলের নেতা লক্ষ্মীপুরে স্কুলছাত্র হত্যার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের মাধ্যমে রোহিঙ্গারা বাড়ি ফিরতে চায় প্রথমবার সোনার দাম আউন্সপ্রতি তিন হাজার ডলারে ১৩ মাসে ২৬০১ বাংলাদেশি সীমান্তে বিএসএফ‍‍`র হাতে গ্রেপ্তার লক্ষ্মীপুরে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত

অপারেশন ডেভিল হান্ট : লক্ষ্মীপুরে আ.লীগের ১১ নেতা-কর্মী গ্রেপ্তার

আকাশবার্তা ডেস্ক :

দেশজুড়ে চলমান অপারেশন ডেভিল হান্টে লক্ষ্মীপুরে ৫টি উপজেলায় অভিযান চালিয়ে আওয়ামীলীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ১১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে, রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান টিটু (৪০), কাঞ্চনপুর ইউনিয়ন নিষিদ্ধ ছাত্রলীগের দপ্তর সম্পাদক মানিক হোসেন (২৮), চন্ডিপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন (৫৯), লক্ষ্মীপুর পৌরসভার ৩নং ওয়ার্ড নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলাম (২৩). যুবলীগ নেতা আবদুল মালেক (৩৬), সুজন কুরী (৪০), তছলিম উদ্দিন (৩৭), ওমর ফারুক (৩৮), ছাইফুল ইসলাম (৩৫), আওয়ামীলীগ নেতা মাহাবুবুর রহমান সোহেল (৪৫), রামগতিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আকতার হোসেন বিপ্লব (৩০) ও যুবলীগ নেতা মো. রুবেল (৪০)।

গ্রেপ্তারকৃতরা উপজেলা ও পৌরসভা এবং ইউনিয়নের আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতা বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার ভোররাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে গত ৪ আগষ্ট লক্ষ্মীপুরের তমিজ মাকেট ও মাদাম ব্রীজ এলাকায় ছাত্র-জনতার ওপর হামলা মামলার সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

সদর, রামগঞ্জ ও রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ, আবুল বাসার ও কবির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার ভোররাতে স্ব-স্ব উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেন বলেন, দেশব্যাপী ডেভিল হান্ট অপারেশন অভিযান চলছে। তার ধারাবাহিকতা লক্ষ্মীপুর ৫টি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযানে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১