আকাশবার্তা ডেস্ক :
লক্ষ্মীপুরের রামগতিতে আগুনে পুড়ে ছাই হয়েছে ২০টি দোকানঘর। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে উপজেলার চরগাজী ইউনিয়নের রামগতি বাজার মীর রোডে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে আরো ৫টি দোকান আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শী এবং ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোর ছয়টার দিকে চরগাজী ইউনিয়ন পরিষদ ভবন সংলগ্ন একটি বৈদ্যুতিক খুঁটিতে থাকা ট্রান্সফর্মার বিস্ফোরণে বিকট আওয়াজ শুনতে পান। এসময় ঘটনাস্থলে এসে স্থানীয়রা আগুনের লেলিহান শিখা দেখেন। পাশেই একাধিক দোকানে গ্যাসের সিলিন্ডার থাকায় তা ক্রমাগত বিস্ফোরণ হতে থাকে। আগুনের তীব্রতার কারণে স্থানীয়রা চেষ্টা করেও নিয়ন্ত্রণে আনতে পারছিলেন না।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, পরিষদ ভবন সংলগ্ন তছলিমের তেল দোকান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। তেল ও গ্যাস সিলিন্ডারের কারণে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। এতে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীদের দাবি।
তেল ব্যবসায়ী তছলিম ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী মো. আবদুর রহিম জানান, ভোরে মসজিদের মাইকে আগুন লাগার খবর পেয়ে বাজারে আসছি। কিছুই রক্ষা করতে পারিনি। ডিজেল, অকটেন, কেরোসিনসহ বিভিন্ন মালামাল পুড়ে ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
রামগতি ফায়ার সার্ভিস স্টেশনের উপ-পরিদর্শক মো. জাকির হোসেন জানান, আগুনের খবর পেয়ে দুইটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এরমধ্যে ২০টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
রামগতি থানার ওসি মো. কবির হোসেন জানান, স্থানীয় তেল ও গ্যাস সিলিন্ডারের দোকান থেকে আগুন লেগেছে। তেল ও গ্যাস থাকায় বিস্ফোরণের পর আগুনের ভয়াবহতা বেড়ে যায়।