মঙ্গলবার ১৬ই এপ্রিল, ২০২৪ ইং ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দেরিতে হজের পরিকল্পনা নেয়ার আহ্বান সৌদির

আন্তর্জাতিক ডেস্ক :

করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে তীর্থযাত্রা বাতিল হতে পারে উল্লেখ করে এ বছর ১০ লাখেরও বেশি মুসলিমকে আরও দেরিতে হজের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানিয়েছেন সৌদি আরবের এক সিনিয়র কর্মকর্তা।

এর আগে গত ফেব্রুয়ারিতে মক্কা ও মদিনার পবিত্র শহরগুলোতে বিদেশিদের প্রবেশ নিষিদ্ধ করা হয়, ১৯১৮ সালের মহামারি ফ্লুতে বিশ্বব্যাপী প্রায় ১ কোটি মানুষের মৃত্যুর পরও এমন পদক্ষেপ নেয়নি সৌদি।

সৌদিজুড়ে দেড় হাজারেরও বেশি মানুষ করোনা আক্রান্ত এবং এ পর্যন্ত ১০ জনের মৃত্যু হওয়ার পর সেখানে আরও কড়াকড়ি আরোপ করা হয়েছে।

এছাড়া মধ্যপ্রাচ্যে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭১ হাজারেরও বেশি মানুষ। মারা গেছেন প্রায় ৩ হাজার ৩০০ জন। যার বেশিরভাগই ইরানে।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী মুহাম্মদ সালেহ বিন তাহের রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, ‘নিজেদের নাগরিক ও সকল মুসলিমদের সুরক্ষা দিতে আমরা প্রস্তুত। এজন্যই আমরা বিশ্বের সকল মুসলমানদের প্রতি অনুরোধ জানিয়েছি পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কোনো চুক্তি (ট্যুর অপারেটরদের সাথে) স্বাক্ষর না করতে।’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০