শুক্রবার ১৯শে এপ্রিল, ২০২৪ ইং ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাধারণ ছুটি নিয়ে সিদ্ধান্ত কাল

আকাশবার্তা ডেস্ক :

দেশে প্রাণঘাতী করোনাভাইরাস পরিস্থিতিতে চলমান সাধারণ ছুটি আরো বাড়বে কি না, তা জানা যাবে কাল বৃহস্পতিবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই এই সিদ্ধান্ত দেবেন বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

বাংলাদেশে বর্তমানে করোনা পরিস্থিতিতে টানা ৬৭ দিনের ছুটি চলছে। আগামী ৩০ মে শেষ হচ্ছে এ ছুটি। টানা ছুটির কারণে এরইমধ্যে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে স্থবিরতা নেমেছে। কষ্টে পড়েছেন নানা শ্রেণি পেশার মানুষ।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, সবার সঙ্গে আলোচনা করে কাল প্রধানমন্ত্রী এ বিষয়ে একটা সিদ্ধান্ত দেবেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে দেয়া বক্তব্যে জীবন ও জীবিকার কথা বলেছেন। সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই কাল তিনি সিদ্ধান্ত দেবেন।

মার্চ মাসের শুরুতে দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী প্রথম শনাক্ত হয়। পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যেতে থাকলে ২৬ মার্চ থেকে কয়েক দফায় ছুটি ঘোষণা করে সরকার। সেই ছুটি শেষ হবে ৩০ মে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০