চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে।
এ উপলক্ষে বেলা ১১টায় চন্দ্রগঞ্জ দেবালয় কালি মন্দির থেকে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি চন্দ্রগঞ্জ থানা শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে পুনরায় দেবালয় কালি মন্দিরে এসে শেষ হয়। এরপর সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বাবু গৌতম চন্দ্র মজুমদার।
চন্দ্রগঞ্জ থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী বাদল মজুমদার বাপ্পীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়দেব নাথের সঞ্চালনায় সভার উদ্বোধক ছিলেন- চন্দ্রগঞ্জ থানা হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রী সমীর কর্মকার।
প্রধান বক্তা ছিলেন- চন্দ্রগঞ্জ থানা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি শ্রী চন্দন কর্মকার।
বিশেষ অতিথি ছিলেন- চন্দ্রগঞ্জ থানা হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্রী দীপক চন্দ্র নাথ, চন্দ্রগঞ্জ থানা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী গণেশ চন্দ্র কুরী, চন্দ্রগঞ্জ থানা বাংলাদেশ যুব ঐক্য পরিষদের সভাপতি শ্রী কাকন কুরী ও সাধারণ সম্পাদক বিধান দে, চন্দ্রগঞ্জ হিন্দু কল্যাণ সংঘের সভাপতি বিধান পাল প্রমূখ।