বুধবার ৪ঠা ডিসেম্বর, ২০২৪ ইং ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সংস্কার করে দ্রুত নির্বাচন দিন : লক্ষ্মীপুরে জামায়াত নেতা আবদুল্লাহ তাহের

লক্ষ্মীপুর প্রতিনিধি :
নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, নির্বাচন কমিশনসহ সকল সেক্টর দ্রুত সংস্কার করে নির্বাচন দিন। নির্বাচন নিয়ে কালক্ষেপন করবেন না। এই কালক্ষেপন জনগন মেনে নেবে না। চাঁদাবাজ, স্বৈরাচার সরকার, সন্ত্রাসী ও দূনীর্তিবাজদেরকে আগামীতে ভোট না দেয়ার জন্য জনগণকে আহ্বান করছি।
শনিবার (৯ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর পৌর শহরের সমসেরাবাদ এলাকায় দারুল আমান একাডেমীর হলরুমে জেলা জামায়াতের দায়িত্বশীল নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
বিকেলে চন্দ্রগঞ্জ থানা জামায়াতের উদ্যোগে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বক্তব্য রাখেন।
ডা. সৈয়দ আবদুল্লাহ তাহের আরও বলেন, গত ১৫ বছর ধরে অনেক নির্যাতন, হামলা, মামলা গুম-খুন ও নিপীড়নের শিকার হয়েছেন হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ। ৫ আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে খুনি শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যায় ভারতে। কিন্ত এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। বাংলাদেশের আকাশে কালো মেঘ দেখা যাচ্ছে। কোন ষড়যন্ত্রের কাছে দেশের গণতন্ত্রকে ব্যাহত হতে দেয়া হবে না। ঐক্যবদ্ধভাবে তা মোকাবেলা করা হবে।
লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমীর এসইউএম রুহুল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে ও সেক্রেটারী ফারুক হোসাইন নুর নবীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।
এসময় আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর এআর হাফিজ উল্যাহ, লক্ষ্মীপুর দারুল উলুম কামীল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাও. মোহাম্মদ আবদুল্লাহ, সহ-সেক্রেটারী এডভোকেট মহসিন কবির মুরাদ, নাছির উদ্দিন মাহমুদ, শহর জামায়াতের আমীর আবুল ফারাহ নিশান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্যাহ পাটওয়ারী, জেলা শিবিরের সভাপতি মনির হোসেন, শহর শিবির সভাপতি আরমান হোসেন পাটওয়ারী ও সেক্রেটারী ফরিদ উদ্দিন প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ডিসেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« নভেম্বর    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১