শুক্রবার ২১শে মার্চ, ২০২৫ ইং ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ:
দেড় লাখ টাকা ছাড়ালো সোনার দাম! দু’দিনে ৯৭০ ফিলিস্তিনির প্রাণ কাড়ল ইসরায়েল চন্দ্রগঞ্জ ইউপিতে নজরুল ইসলাম টিটু সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী  ১/১১’র মতো বিএনপিকে মিডিয়া ট্রায়ালের মুখে ফেলা হচ্ছে লক্ষ্মীপুরে চাঁদা না দেয়ায় শ্রমিকদের পেটালেন যুবদলের নেতা লক্ষ্মীপুরে স্কুলছাত্র হত্যার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের মাধ্যমে রোহিঙ্গারা বাড়ি ফিরতে চায় প্রথমবার সোনার দাম আউন্সপ্রতি তিন হাজার ডলারে ১৩ মাসে ২৬০১ বাংলাদেশি সীমান্তে বিএসএফ‍‍`র হাতে গ্রেপ্তার লক্ষ্মীপুরে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে হত্যা মামলায় আওয়ামীপন্থি দুই আইনজীবী গ্রেপ্তার

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নুরুল হুদা পাটওয়ারী ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক পিপি অ্যাডভোকেট জহির উদ্দিন বাবরকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার সকালে জেলা শহরের পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

তাদেরকে গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, তারা দুইজনেই আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় তাদের পুলিশ গ্রেপ্তার করে।

আইনজীবী নুরুল হুদা পাওয়ারীকে তার বাসার সামনে থেকে এবং বাবরকে আদালতে যাবার পথে গ্রেপ্তার করা হয়।

এ দুই আইনজীবী আওয়ামী লীগের রাজনীতির পাশাপাশি জেলা জজ আদালতে আইন পেশায় নিয়োজিত ছিলেন। নুরুল হুদা পাটোয়ারী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং জহির উদ্দিন বাবর গেল বছরের জুলাই মাসে গণঅভ্যুত্থানে ঠিক কয়েকদিন আগে জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ পান।

এদিকে এ দুই আইনজীবী গ্রেপ্তার হওয়ায় আওয়ামীপন্থি অন্য আইনজীবীদের মধ্যেও গ্রেপ্তার আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ বলেন, দুই আইনজীবীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে গত ৪ আগস্ট ছাত্র-জনতা হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১