চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :
লক্ষ্মীপুরে উপ-সহকারী মেডিকেল অফিসারদের একঘন্টা কর্মবিরতি পালিত হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) দুপুর ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কর্মবিরতি পালন করেন তারা। এসময় শিশু ও নারী সেবাগ্রহিতারা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রেগুলোতে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা যায়। বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটি সারাদেশে একঘন্টা কর্মবিরতির এই কর্মসূচির ডাক দেয়।
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং হাজিরপাড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রসহ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা যায়, উপ-সহকারী মেডিকেল অফিসারগণ একযোগে তাদের কর্মবিরতি পালন করছেন।
জানা যায়, গত ০৯ ফেব্রুয়ারী রবিবার ম্যাটস্ শিক্ষার্থীদের যৌক্তিক চার দফা দাবি আদায়ে এবং মন্ত্রণালয় কর্তৃক প্রতিশ্রুতি মোতাবেক চার দফা দাবি বাস্তবায়নের জন্য শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ প্রশাসনের অতর্কিত হামলা ও নৃশংসভাবে শিক্ষার্থীদের আহত এবং সাংবাদিকদের হামলা করার প্রতিবাদে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন সারাদেশ ব্যাপী সকল উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারগণের একঘন্টা কর্মবিরতি পালনের নির্দেশনা দেয়।
চন্দ্রগঞ্জ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারী মেডিকেল অফিসার মো. মাকছুদুর রহমান ভূঁইয়া এবং হাজিরপাড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারী মেডিকেল অফিসার হরিপদ মজুমদার টুটুল বলেন, ম্যাটস্ শিক্ষার্থীদের যৌক্তিক চার দফা দাবি আদায়ে এবং মন্ত্রণালয় কর্তৃক প্রতিশ্রুতি মোতাবেক চার দফা দাবি বাস্তবায়নের জন্য শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ প্রশাসনের অতর্কিত হামলা চালানোর প্রতিবাদে আমরা এই কর্মসূচি পালন করেছি।