নিজস্ব প্রতিবেদক :
আগামীকাল থেকে লক্ষ্মীপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা ভিত্তিক বিশ্ব ইজতেমা। সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চর মনসা গ্রামের লক্ষ্মীপুর-রামগতি আঞ্চলিক মহাসড়কের পশ্চিম পাশে প্রায় সাড়ে ৯ লাখ বর্গফুটের বিশাল ফসলি মাঠকে ইজতেমার স্থান হিসাবে নির্ধারণ করা হয়েছে। ইতিমেধ্যে ইজতেমার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
স্বেচ্ছাসেবীরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে মেহমানদের জন্য তাককিল কামরা, তাঁবু, টয়লেট, পানির লাইন, ভিতরের রাস্তা এবং শব্দ যন্ত্র স্থাপনের কাজ করছেন। লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ বিভাগ ৩ দিনের এ আয়োজনে মাঠে বিদ্যুৎ সংযোগ স্থাপনের কাজ করছেন দ্রুতগতিতে।
৩ লাখের বেশি মুসল্লির মিলনমেলা হবে বলে প্রত্যাশা করছেন স্থানীয়রা। জানা গেছে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের প্রায় ২০ জন মেহমান বয়ান করবেন।
পৌরসভার মেয়র আলহাজ্ব আবু তাহের জানান, ইজতেমার সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন, ইজতেমায় আগত মুসল্লিদের যাতে কোনো রকম সমস্যা না হয় সেজন্য আমরা কাজ করে যাচ্ছি।
প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারি থেকে চারভাগে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব ইজতেমা। মুসল্লিদের স্থান সঙ্কুলান না হওয়ায় ২০১১ সাল থেকে দুই পর্বের ইজতেমা শুরুর পর ২০১৬ সালে এর পরিবর্তন আনা হয়। সে অনুযায়ী প্রতিবছর দেশের ৩২টি জেলার মুসল্লিদের নিয়ে টঙ্গী তুরাগ তীরে ২ ধাপে ইজতেমা অনুষ্ঠিত হবে।
বাকি ৩২টি জেলা তাদের নিজ নিজ জেলায় ইজতেমার আয়োজন করবে। চলতি বছরে তুরাগ তীরে ইজতেমায় অংশ গ্রহণকারীরা পরের বছর নিজ নিজ জেলায় ইজতেমা করবে। তবে বিদেশী মুসল্লিরা প্রতিবছর বিশ্ব ইজতেমায় অংশ নিতে পারবেন।