লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে সেনাবাহিনী ও পুলিশের এক যৌথ অভিযানে হাসান তারেক ওরফে ‘চিতা’ (৩০) নামে এক শীর্ষ সন্ত্রাসীকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিবাগত গভীর রাত পর্যন্ত পরিচালিত এই অভিযানে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও তাজা গুলি উদ্ধার করা হয়।
শুক্রবার ভোররাতে যৌথবাহিনীর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করেন। এসময় যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করেন, মেজর মো. রাহাত খান।
গ্রেপ্তারকৃত চিতা চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
সেনাবাহিনী থেকে জানানো হয়, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লক্ষ্মীপুর আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন আরমান হাবিব অপুসহ একটি টহল দল এবং পুলিশের সমন্বয়ে পশ্চিম লতিফপুর গ্রামের এসপি মসজিদ সংলগ্ন এলাকায় অবস্থান নেয় যৌথ বাহিনী। সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া এই শ্বাসরুদ্ধকর অভিযান চলে রাত সাড়ে ১২টা পর্যন্ত। অভিযান চলাকালে এসপি মসজিদের সামনে থেকে চিতাকে ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। এসময় তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৫ রাউন্ড তাজা গুলি (অ্যামোনিশন) উদ্ধার ও ২টি অ্যান্ড্রয়েড স্মার্টফোন জব্দ করা হয়।
অভিযান শেষে গ্রেপ্তারকৃত হাসান তারেক ওরফে চিতাকে জব্দকৃত অস্ত্র ও গুলিসহ চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং সন্ত্রাসীদের নির্মূল করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে যৌথ বাহিনী।