শুক্রবার ২৬শে এপ্রিল, ২০২৪ ইং ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ:

শুধু নারায়ণগঞ্জেই আক্রান্ত হাজারের বেশি

আকাশবার্তা ডেস্ক :

রাজধানী ঢাকার পরে প্রাণঘাতী করোনাভাইরাস সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করেছে নারায়ণগঞ্জে।

এই জেলায় গত ২৪ ঘণ্টায় ৬৪ জন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও জেলা করোনা প্রতিরোধ কমিটির প্রতিনিধি ডা. জাহিদুল ইসলাম। এ সময়ের মধ্যে জেলায় ৪ জনের মৃত্যুর সংবাদ নিশ্চিত হওয়া গেছে।

শনিবার (২ মে) সকাল সাড়ে ৮ টা পর্যন্ত জেলায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ তথ্য জানান তিনি।

জাহিদুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ৮৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে, যার মধ্যে প্রাপ্ত ফলাফলে ৬৪ জনের করোনা পজিটিভ শনাক্ত করা হয়েছে। আর এখন পর্যন্ত জেলায় মোট ৩১৬৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে, যার মধ্যে ১০৪৭ জনের ফলাফলে পজিটিভ এসেছে।

জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত মোট রোগীর সংখ্যা ১০৪৭ জন। এদের মধ্যে জেলায় মোট মৃত্যু হলো ৪৬ জনের।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০