নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে চন্দ্রগঞ্জস্থ শ্রী শ্রী রক্ষাকারী মন্দির প্রাঙ্গণে এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন, চন্দ্রগঞ্জ থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাদল মজুমদার বাপ্পী।
প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি শংকর মজুমদার। উদ্বোধক ছিলেন- লক্ষ্মীপুর জেলা পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা এডভোকেট শৈবাল কান্তি সাহা।
প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- লক্ষ্মীপুর জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি এড. প্রিয়লাল নাথ, চন্দ্রগঞ্জ থানা আওয়ামীলীগের সহ-সভাপতি এম ছাবির আহম্মেদ, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বাবু গৌতম মজুমদার, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু, লক্ষ্মীপুর জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শিমুল সাহা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ চন্দ্রগঞ্জ থানা শাখার সভাপতি সমীর কর্মকার ও সাধারণ সম্পাদক দীপক দেবনাথ।
আলোেচনা শেষে আগামী দুই বছরের জন্য বাদল মজুমদার বাপ্পীকে সভাপতি, জয়দেব নাথকে পুনরায় সাধারণ সম্পাদক ও সুব্রত রঞ্জন দেবনাথকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ঘোষণা করেন জেলা নেতৃবৃন্দ।