শনিবার ১৮ই মে, ২০২৪ ইং ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বকাপ জিতে কত টাকা পেল মেসির আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক :

অবশেষে অবসান ঘটলো ৩৬ বছর অপেক্ষার। মেসির হাতে উঠলো বিশ্বকাপের ট্রফি। আর্জেন্টিনা জিতলো তাদের তৃতীয় শিরোপা।

রোববার (১৮ ডিসেম্বর) রাতে কাতার বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয় আর্জেন্টিনা ফ্রান্স। হাইভোল্টেজ ম্যাচটিতে ছয় গোল হলেও এর ফলাফল আসে টাইব্রেকারে। ১২০ মিনিটের খেলায় উভয় দল একে অপরের জালে তিনটি করে বল জড়ায়।

এতে সমতায় শেষ বাঁশি বাজলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। শেষ পর্যন্ত পেনাল্টি শুটআউটে ফ্রান্সকে ৪-২ গোলে হারায় মেসিরা। এই জয়ে লিওনেল মেসির বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ হলো।

আর্জেন্টিনা প্রথম শিরোপা পায় ১৯৭৮ সালের ফাইনালে অতিরিক্ত সময়ের গোলে ৩-১ ব্যবধানে নেদারল্যান্ডসকে হারায়ে। এরপর মাত্র ৮ বছর পর ১৯৮৬ সালের আসরে দিয়েগো ম্যারাডোনার নেতৃত্বে নিজেদের দ্বিতীয় শিরোপা জিতেছে আর্জেন্টাইনরা। সর্বশেষ কাতার বিশ্বকাপ ২০২২ এ মেসির নেতৃত্বে তৃতীয়বারের মতো শিরোপা নিজেদের করে নেয় আর্জেন্টিনা।

অবশ্য এ পর্যন্ত দুইবার (১৯৯০ ও ২০১৪) বিশ্বকাপের ফাইনালে খেলে আর্জেন্টিনা। কিন্তু দুইবারই স্বপ্ন ভাঙে আলবিসেলেস্তাদের।

বিশ্বকাপ জিতে সোনালী ট্রফির পাশাপাশি কত টাকা পেল চ্যাম্পিয়ন আর্জেন্টিনা? নিজেদের তৃতীয় বিশ্বকাপ শিরোপা জয়ে ফিফা থেকে চ্যাম্পিয়ন হিসেবে ৪২ মিলিয়ন ইউএস ডলার বা বাংলাদেশি টাকায় প্রায়  ৪৪০ কোটি টাকা পেল মেসিরা। এছাড়া রানার্সআপ ফ্রান্স পেল ৩০ মিলিয়ন বা প্রায় ৩১৬ কোটি টাকা। (১ ডলার সমান ১০৪.৫৯ টাকা ধরে)।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১