বৃহস্পতিবার ২৩শে মার্চ, ২০২৩ ইং ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
প্রতীকি ছবি।

লক্ষ্মীপুরে মাদ্রাসার শিশুছাত্রী ধর্ষিত, থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে নূরাণী মাদ্রাসার প্রথম শ্রেণির শিশুছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় ধর্ষিত শিশুছাত্রীর মা’ বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। অভিযুক্ত ব্যক্তির নাম আমির হোসেন প্রকাশ নবী (৫৭)। ধর্ষক নবী চন্দ্রগঞ্জ থানাধীন মান্দারী ইউপির যাদৌয়া এলাকার করিমবক্স মৌলভী বাড়ির গণি মিয়ার পুত্র। এদিকে ভিকটিম শিশুছাত্রীকে পুলিশ হেফাজতে ডাক্তারী পরীক্ষার জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, গত ৮ মার্চ তারিখে শবে বরাতের বন্ধ থাকায় শিশুটি মাদ্রাসায় যায়নি। ওইদিন দুপুর ১২টার দিকে যাদৌয়া গ্রামের বাড়ির পাশে স্থানীয় ওই নূরাণী মাদ্রাসার মাঠেই খেলছিল সে। এসময় সাতান্ন বছর বয়সী লম্পট আমির হোসেন নবী একা পেয়ে শিশুটিকে ফুসলিয়ে মাদ্রাসার বাথরুমে নিয়ে যায়। সেখানে তার পরনের প্যান্ট খুলে স্পর্শকাতর বিভিন্নস্থানে হাত দেয় এবং ধর্ষণের চেষ্টা করে। পরে শিশুটি চিৎকার চেঁচামেচি করলে তাকে ধমক দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। ওইদিন থেকেই শিশুটি অসুস্থ্য হয়ে পড়ে। ঘটনার ৬দিন পর শিশুটি তার মাকে বিষয়টি খুলে বলে। এরপর থেকেই ধর্ষক নবী পলাতক রয়েছেন। পরে মঙ্গলবার বিকেলে থানায় এসে বিষয়টি জানালে রাতে ভিকটিম ছাত্রীর মা’ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধিত ২০২০ আইনে মামলাটি দায়ের করেন। এতে অভিযুক্ত আমির হোসেন প্রকাশ নবীকে একমাত্র আসামি করা হয়েছে।
চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভিকটিম শিশুছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আসামি আমির হোসেন নবীকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৩
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১