নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালী সদরের ১নং চরমটুয়ায় ওমান প্রবাসীর বসতঘরে ফের সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এসময় সন্ত্রাসীরা প্রবাসী আফসারের বসতঘরের দরজা জানালা ভাঙচুরসহ আসবাবপত্র তছনছ করে ব্যাপক ক্ষতিসাধন করে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে চরমটুয়া ইউপির উদয়সাধুর হাটের উত্তরপাশে বানিয়া বাড়িতে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে সুধারাম মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এদিকে ঘটনার পর থেকে প্রবাসী আফসারের পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
অপরদিকে এ ঘটনায় মামলা না করতে সন্ত্রাসীরা আফসারের পরিবারকে নানা ধরনের হুমকি দিয়ে আসছে।
প্রবাসী আফসারের পরিবার সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, এরআগে ২০২৪ সালের জুলাই মাসে এই প্রবাসী পরিবারের ওপর আরো দুই দফায় হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। তখনো অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন।