শনিবার ১৯শে এপ্রিল, ২০২৫ ইং ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
সংস্কার শেষে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বিএনপি সোনার দামে বিশ্ববাজারে নতুন রেকর্ড লক্ষ্মীপুরে প্রতিপক্ষের গুলিতে মাদক কারবারি আহত, গ্রেপ্তার ২ চন্দ্রগঞ্জে ছাত্রদল-ছাত্রশিবিরের দুই নেতার হাতাহাতি : প্রতিবাদে পাল্টাপাল্টি বিক্ষোভ সমাবেশ লক্ষ্মীপুরের বশিকপুরে সন্ত্রাসীদের গুলিতে শিশু কন্যা গুলিবিদ্ধ বাংলাদেশে গণতন্ত্রের ভিত শক্তিশালী দেখতে চাই : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি শ্রমজীবী মানুষের মাঝে ইফতার বিতরণ করলেন ছাত্রদল নেতা রিংকু লক্ষ্মীপুরে ২ মাস পর অপহৃত স্কুলছাত্রী উদ্ধার : গ্রেপ্তার ২ উত্তরজয়পুরে ৮৪ শতাংশ জমি জবর-দখল, ক্ষেতের ফসল ভূমিদস্যুদের কব্জায় : আদালতে মামলা লক্ষ্মীপুরে চাঞ্চল্যকর ২টি হত্যা মামলার আসামি নিকু গ্রেপ্তার

এবছর নির্বাচন সম্ভব নয় কথাটা আমি এভাবে বলিনি

আকাশবার্তা ডেস্ক :

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গতকালের রয়টার্সের ইন্টারভিউ নিয়ে ভুল অনুবাদ হয়েছে। বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমি বলেছি যে এবছর নির্বাচন করা সম্ভব নয়, আমি ঠিক এভাবে কথাটা বলিনি।

শুক্রবার (৭ মার্চ) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

তিনি বলেন, আমি বলেছিলাম, এখন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশ যে রকম নাজুক অবস্থায় আছে। এরকম নাজুক অবস্থায় নির্বাচন করাটা অনেক কঠিন হবে। এই পুলিশ প্রশাসনের সুষ্ঠু নির্বাচন করার অভিজ্ঞতা দীর্ঘদিনের নেই। তাদের সক্ষমতা পরীক্ষা হয়নি দীর্ঘদিন ধরে। সে জায়গায় আমরা বলেছি, আমাদেরকে অবশ্যই নির্বাচনের আগে পুলিশিং যে ব্যবস্থা আছে, আইনশৃঙ্খলার যে পরিস্থিতি আছে সেটা অবশ্যই উন্নত করতে হবে।

তিনি বলেন, সেটার জন্য সরকারের পাশাপাশি রাজনৈতিক দলগুলো, বিভিন্ন সামাজিক শক্তি যারা রয়েছে তাদেরকেও এগিয়ে আসতে হবে। সহযোগিতা করতে হবে।

তিনি বলেন, আর্থিক বিষয়ে বলেছিলাম সমাজের যেসব স্বচ্ছল ব্যক্তি, সদস্য রয়েছেন তারা মূলত আমাদের সহযোগিতা করে। আমরা একটা ক্রাউড ফান্ডিং এর দিকে যাচ্ছি। এই ফান্ডিং এর মাধ্যমে আমাদের নিজস্ব কার্যালয় স্থাপন এবং ইলেকশনের ফান্ডিং রেইস করবো।

নাহিদ ইসলাম বলেন, আজ প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে৷ সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে নারীর প্রতি সহিংসতা, ইভটিজিং, ধর্ষনের মতে ঘটনা ঘটছে। এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এনসিপির পক্ষ থেকে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি জনপরিসরে যেন নারীর নিরাপত্তা নিশ্চিত হয়, সেজন্য সরকার যেন কঠোর পদক্ষেপ গ্রহণ করে। অভিযুক্তদের দ্রুত যেন যথাযথ বিচারের আওতায় আনা হয়।

সূত্র : দৈনিক আমার সংবাদ অনলাইন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০