-
- শীর্ষ খবর, স্বাস্থ্য
- লক্ষ্মীপুরে চক্ষু রোগীদের ‘ফ্রি চিকিৎসা’ ক্যাম্প উদ্বোধন
- আপডেট : February, 2, 2025, 10:26 pm
- 188 জন পড়েছেন
স্বাস্থ্য ডেস্ক :
লক্ষ্মীপুর পৌর এলাকার অস্বচ্ছল চক্ষু রোগীদের জন্য ফ্রি চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। রোববার (০২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় পৌরসভার উদ্যোগে সদর উপজেলা পরিষদের হলরুমে ক্যাম্পের উদ্বোধন করেন, জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।
এসময় আরো উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো. আকতার হোসেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক ও পৌর প্রশাসক মো. জসিম উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা, পৌর নির্বাহী কর্মকর্তা খান মো. ফারাবি, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সালাহ্ উদ্দিন।
হত-দরিদ্র বাসিন্দাদের চিকিৎসা সেবা হাতের নাগালে পৌঁছে দেয়ার লক্ষ্যে ৩দিন ব্যাপি এই ক্যাম্পেইনে পৌর এলাকার ১৫টি ওয়ার্ডের প্রায় ২ হাজার রোগীকে বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ওষুধ দেয়া হবে। একই সঙ্গে যেসব রোগীর অপারেশন প্রয়োজন তাদের চোখের ছানি অপারেশন করা হবে সম্পূর্ণ বিনামূল্যে।
এই বিভাগের আরও সংবাদ