নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে চররুহিতা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে উপজেলা প্রশাসন ও চররুহিতা ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
চররুহিতা ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ সালেহ্ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা।
অনুষ্ঠানে ৭টি প্রাথমিক বিদ্যালয় ২টি উচ্চ বিদ্যালয় ও ১টি দাখিল মাদ্রাসার মোট ২৫৫ জন শিক্ষার্থীর মাঝে ১টি করে স্কুল ব্যাগ, জ্যামিতি বক্স, টিফিন বক্স, ৪টি খাতা ও ৬টি কলম দেওয়া হয়। এছাড়া ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানে ১টি করে ডাস্টবিন দেওয়া হয়েছে।
প্রতিষ্ঠানগুলো হচ্ছে- চররুহিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ চররুহিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব চররুহিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ক্যাম্পের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১নং চররুহিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২নং চররুহিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩নং চররুহিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নবীগঞ্জ দাখিল মাদ্রাসা, রসূলগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও চররুহিতা পাবলিক হাইস্কুলের শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠান শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় রাজনৈতিক এবং সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।