মঙ্গলবার ১৩ই জানুয়ারি, ২০২৬ ইং ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
তারেক রহমানের সঙ্গে সাংবাদিকদের শুভেচ্ছা বিনিময় ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে প্রতাপিয়ানদের দাপট, ৩৮টি পুরস্কার অর্জন লক্ষ্মীপুরে বিএনপির এ্যানি-খায়েরসহ ৪৩ জনের মনোনয়নপত্র দাখিল বাংলাদেশের ৪ ভিসাকেন্দ্র বন্ধ ভারতে, কলকাতায় বিক্ষোভ ডিসি-এসপিদের সঙ্গে বৈঠকে ইসি বিএনপি নেতার ঘরে তালা মেরে দৃর্বৃত্তদের আগুন, শিশু কন্যার মৃত্যু চন্দ্রগঞ্জে দোকানঘর ভাঙচুরের ঘটনায় আদালতে মামলা : তদন্ত ডিবিতে কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে মহান বিজয় দিবস উদযাপন  বাংলাদেশে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি মা-মেয়ে হত্যা : সুইচ গিয়ার ছুরিটিও ছিল চুরি করা, আদালতে স্বীকারোক্তি

তারেক-ড. ইউনূসের বৈঠক : রাজনৈতিক অচলাবস্থার অবসানের বার্তা

আকাশবার্তা ডেস্ক :

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার লন্ডনের ডরচেস্টার হোটেলে স্থানীয় সময় সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত চলে এই আলোচনা।

বৈঠকের শুরুতে উভয় পক্ষের প্রতিনিধি দলের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা হয়। পরে ড. ইউনূস ও তারেক রহমান একান্ত বৈঠকে মিলিত হন। বৈঠক শেষে যৌথ বিবৃতি ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়, যেখানে উভয় পক্ষই আলোচনার ফলাফল নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে।

সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের পক্ষে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং বিএনপির পক্ষে স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বক্তব্য দেন।

সংস্কার ও বিচার নিয়ে অগ্রগতি

সংবাদ সম্মেলনে সাংবাদিকরা জানতে চান, শেখ হাসিনার বিরুদ্ধে ‘হত্যাযজ্ঞের’ বিচার নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা এবং তা নির্বাচন প্রক্রিয়ায় কোনো প্রভাব ফেলবে কিনা। জবাবে খলিলুর রহমান বলেন, “যৌথ বিবৃতিতে এর উত্তর দেওয়া হয়েছে। সংস্কার ও বিচার—এই দুটি বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এসব অগ্রগতি আগামী নির্বাচনের আগেই দৃশ্যমান হবে।”

নির্বাচন কমিশন সংস্কার ইস্যুতে এনসিপির অবস্থান

এনসিপি নির্বাচন কমিশনের সংস্কার ছাড়া নির্বাচনে অংশ নেবে না—এই প্রসঙ্গে আমীর খসরু বলেন, “এই আলোচনার পরিপ্রেক্ষিতে সেই বিষয়টি তোলার সুযোগ নেই।”

সব দলের অংশগ্রহণে নির্বাচন প্রসঙ্গে

সব দলের অংশগ্রহণে নির্বাচন হবে কিনা—এমন প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, “আমরা চাই সব দল নির্বাচনে অংশগ্রহণ করুক। তবে কোন দল যাবে আর কোন দল যাবে না, সেটি তাদের নিজস্ব সিদ্ধান্ত।”

নির্বাচনের সময়সূচি ও রোডম্যাপ

নির্বাচন পূর্বঘোষিত রোডম্যাপ অনুযায়ীই হবে কিনা—এই প্রশ্নের উত্তরে খলিলুর রহমান বলেন, “যদি সংস্কারের কাজ দ্রুত শেষ হয়, তবে পূর্বঘোষিত সময়সূচিই বহাল থাকবে।”

বৈঠকের মূল্যায়ন

বৈঠক নিয়ে উভয় পক্ষ সন্তোষ প্রকাশ করেছে। আমীর খসরু বলেন, “আমরা সন্তুষ্ট। নির্বাচনের আগে ও পরে একসঙ্গে দেশ গঠনে কাজ করতে আগ্রহী।” খলিলুর রহমানও বলেন, “আমরা সন্তুষ্ট, না হলে তো যৌথ বিবৃতি দিতাম না।”

জাতীয় সরকার প্রসঙ্গ

জাতীয় সরকার গঠনের বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে আমীর খসরু বলেন, “না, এটি এখন আলোচনার বিষয় নয়। নির্বাচনের পর এ নিয়ে আলোচনা হতে পারে।”

যৌথ বিবৃতি

বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো যৌথ বিবৃতিতে জানানো হয়, লন্ডনে অনুষ্ঠিত বৈঠকটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। তারেক রহমান বৈঠকে ২০২৬ সালের রমজানের আগেই নির্বাচন আয়োজনের প্রস্তাব দেন। তিনি বলেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়াও মনে করেন—উক্ত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন উপযুক্ত হবে।

ড. ইউনূস জানান, তার সরকার এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে এবং প্রয়োজনীয় সংস্কার ও বিচার কার্যক্রমে যথাযথ অগ্রগতি অর্জিত হলে রমজানের আগেই নির্বাচন সম্ভব হবে।

বিবৃতিতে আরও বলা হয়, তারেক রহমান প্রধান উপদেষ্টার অবস্থানকে স্বাগত জানান এবং তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। ড. ইউনূসও তারেক রহমানকে ফলপ্রসূ আলোচনার জন্য ধন্যবাদ জানান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জানুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ডিসেম্বর    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১