নিজস্ব প্রতিবেদক :
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি-২৫) পরীক্ষায় লক্ষ্মীপুরে এবারো সেরা ফলাফল অর্জন করে কৃতিত্বপূর্ণ স্থান বজায় রেখেছে জেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সদর উপজেলার প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টিতে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩৬৬ জন। পাশ করেছে ৩৬৪ জন, এর মধ্যে জিপিএ-৫ অর্জন করেছে ৯৪ জন, মোট পাশের হার ৯৯.৪৫ শতাংশ।
কুমিল্লা শিক্ষাবোর্ড ও জেলার সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে লক্ষ্মীপুর সরকারি আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় থেকে এবার মোট পরীক্ষার্থী ছিল ২১৪ জন, মোট পাশ করে ২০৩ জন, জিপিএ-৫ পেয়েছে ৬৫ জন, মোট পাশের হার ৯৪.৮৬%, লক্ষ্মীপুর পৌর শহীদ স্মৃতি একাডেমিতে মোট পরীক্ষার্থী ছিল ২৩০ জন, পাশ করে ১৬৬ জন, জিপিএ-৫ পেয়েছে ৪ জন, পাশের হার ৭২.১৭%, লক্ষ্মীপুর সরকারি গার্লস হাই স্কুলে মোট পরীক্ষার্থী ছিল ২১২ জন, পাশ করে ২০৭ জন, জিপিএ-৫ পেয়েছে ৬৬ জন, মোট পাশের হার ৯৭.৬৪%, লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজ থেকে মোট পরীক্ষার্থী ছিল ৯৮ জন, পাশ করে ৯৬ জন, জিপিএ-৫ পেয়েছে ৩৩ জন, মোট পাশের হার ৯৭.৯৬%।
এছাড়া জেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক ফলাফল পর্যালোচনায় মোট পরীক্ষার্থীর সংখ্যা, জিপিএ-৫ অর্জন এবং পাশের হার অনুযায়ী এবারো জেলার মধ্যে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়টি সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হয়েছে।
প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম বলেন, এটি প্রতিষ্ঠানের ঐতিহ্যের ধারা অব্যাহত রাখার নিরলস প্রচেষ্টা। এর মধ্যে রয়েছে শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টা ও অভিভাবকদের আন্তরিক সহযোগিতা।
এ বিষয়ে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আনোয়ার হোসেন বাচ্চু মুঠোফোনে এক প্রতিক্রিয়ায় বলেন, ঐতিহ্যগতভাবে বিদ্যালয়টি ফলাফল অর্জনে তার ধারাবাহিকতা ধরে রেখেছে। এতে আমরা চন্দ্রগঞ্জবাসী গর্ববোধ করছি। তিনি বলেন, ভবিষ্যতেও ফলাফলের এই ধারাবাহিকতা ধরে রাখতে হলে শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদেরও আন্তরিকতার সহিত দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে। এ ব্যাপারে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।