বুধবার ২২শে অক্টোবর, ২০২৫ ইং ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

ঐক্যবদ্ধ রাজনৈতিক শক্তির বিকল্প নেই : বাজুসের অনুষ্ঠানে এ্যানি চৌধুরী

নিজস্ব প্রতিবেদক :

ঐক্যবদ্ধ রাজনৈতিক শক্তির বিকল্প নেই মন্তব্য করে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, কারো ভুলের কারণে যেন মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত না হয়। বুধবার গোপালগঞ্জে যা হয়েছে তা আমরা ভুলে যাইনি। প্রতিটি রাজনৈতিক দল, ব্যক্তি কর্মসূচি দেওয়ার সময়, কথা বলার সময় হিসাব নিকাশ করে বলতে হবে। সেজন্য আমাদেরকে সজাগ ও সতর্ক থাকতে হবে।

বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুরে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের (বাজুস) ৬০তম পূর্তি অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ্যানি চৌধুরী আরো বলেন, সবার দায়িত্ব এ সরকারকে সহযোগিতা করা। এটি কোন ব্যক্তি বা দলের সরকার নয়।

আমাদের আন্দোলনের ফসল, জনগণের সরকার। এর কাছে জনগণের প্রত্যাশা ও দাবি একটু বেশি থাকবে। তবে আইন-শৃঙ্খলার যেন অবনতি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

জেলা বাজুসের সভাপতি সমীর কর্মকারের সভাপতিত্বে এতে জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, লক্ষ্মীপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি শংকর মজুমদার, চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির ডিরেক্টর স্বপন দেবনাথ, বাজুসের আইন উপদেষ্টা মিলন মন্ডল, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি শিমুল সাহা, বাজুসের জেলা সাধারণ সম্পাদক পরেশ কর্মকার উপস্থিত ছিলেন।

বাজুসের সভাপতি সমীর কর্মকার বলেন, জুয়েলার্স এসোসিয়েশন ১৯৬৬ সালের ১৭ জুলাই যাত্রা করে। আজ তার ৬০ বছরে পদার্পণ। দেশের প্রায় ৪০ হাজার জুয়েলার্স ব্যবসায়ীকে নিয়ে বাজুস এখন ঐক্যবদ্ধ রয়েছে। এ উপলক্ষ্যে লক্ষ্মীপুরে কেক কাটা, আনন্দ শোভাযাত্রাসহ বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজনে করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

অক্টোবর ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« সেপ্টেম্বর    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১