মঙ্গলবার ১৩ই জানুয়ারি, ২০২৬ ইং ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
তারেক রহমানের সঙ্গে সাংবাদিকদের শুভেচ্ছা বিনিময় ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে প্রতাপিয়ানদের দাপট, ৩৮টি পুরস্কার অর্জন লক্ষ্মীপুরে বিএনপির এ্যানি-খায়েরসহ ৪৩ জনের মনোনয়নপত্র দাখিল বাংলাদেশের ৪ ভিসাকেন্দ্র বন্ধ ভারতে, কলকাতায় বিক্ষোভ ডিসি-এসপিদের সঙ্গে বৈঠকে ইসি বিএনপি নেতার ঘরে তালা মেরে দৃর্বৃত্তদের আগুন, শিশু কন্যার মৃত্যু চন্দ্রগঞ্জে দোকানঘর ভাঙচুরের ঘটনায় আদালতে মামলা : তদন্ত ডিবিতে কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে মহান বিজয় দিবস উদযাপন  বাংলাদেশে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি মা-মেয়ে হত্যা : সুইচ গিয়ার ছুরিটিও ছিল চুরি করা, আদালতে স্বীকারোক্তি

মেসি খেলবেন ২০২৬ বিশ্বকাপে

স্পোর্টস ডেস্ক : 

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে লিওনেল মেসিকে খেলতে দেখার আশা এখনও ছাড়েননি তাঁর ভক্ত-সমর্থকরা। যদিও এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত ঘোষণা দেননি আর্জেন্টাইন মহাতারকা।

তবে এবার সরাসরি মেসির খেলার আভাস দিল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

দুবাইয়ে দেওয়া এক সাক্ষাৎকারে এএফএ’র মার্কেটিং ডিরেক্টর লিয়ান্দ্রো পিটারসেন জানান, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আয়োজিত হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপে লিওনেল মেসিকে ঘিরেই পরিকল্পনা সাজাচ্ছে আর্জেন্টিনা।

অনেকেই ধারণা করেছিলেন, কাতার বিশ্বকাপ দিয়েই জাতীয় দলকে বিদায় জানাবেন মেসি। কিন্তু তিনি অবসর না নিয়ে খেলা চালিয়ে যান এবং এখনো ইন্টার মিয়ামি ও আর্জেন্টিনার হয়ে নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন।

যদিও সাম্প্রতিক সময়ে জাতীয় দলের হয়ে কিছু ম্যাচ ইনজুরির কারণে মিস করেছেন, তবু কোচ লিওনেল স্কালোনির পরিকল্পনার কেন্দ্রে রয়েছেন মেসি।

লিয়ান্দ্রো পিটারসেন বলেন, “ইন্টার মিয়ামি এবং আর্জেন্টিনার হয়ে এখনো দুর্দান্ত খেলে যাচ্ছেন লিওনেল মেসি। তিনি সবসময়ই আমাদের জন্য গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। আমি নিশ্চিত করে বলতে চাই, আগামী বছর অনুষ্ঠিতব্য বিশ্বকাপে তিনি খেলবেন। কারণ আমরা জানি, মেসি দলে থাকলে আর্জেন্টিনা কতটা শক্তিশালী হয়।”

তবে মেসি নিজে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি।

পিটারসেন আরও বলেন, “বিশ্বকাপে এখনো বেশ কিছুদিন বাকি। আমরা আমাদের প্রস্তুতি ও পরিকল্পনা এগিয়ে নিচ্ছি। কোচ স্কালোনিরও নিশ্চয়ই বিশেষ পরিকল্পনা রয়েছে। আমরা আবারও ভালো কিছু করতে চাই। যদিও ইউএসএ, কানাডা ও মেক্সিকোতে হতে যাওয়া বিশ্বকাপ সহজ হবে না। সেই তুলনায় মধ্যপ্রাচ্য আমাদের জন্য ভালো ছিল। কারণ কাতারে আমরা ৩৬ বছর পর বিশ্বকাপ জিতেছিলাম।”

ফলে মেসির সিদ্ধান্ত যতদিন না তিনি নিজেই জানান, ততদিন নিশ্চিত কিছু বলা না গেলেও এএফএ’র বক্তব্যে ভক্তদের আশা আরও প্রবল হলো—আবারও বিশ্বকাপে দেখা যাবে লিওনেল মেসিকে, হয়তো ক্যারিয়ারের শেষবারের মতো।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জানুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ডিসেম্বর    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১