লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুরে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা রবিবার ষষ্ঠীপূজার মধ্যদিয়ে শুরু হয়েছে। এরই মধ্যে প্রতিমা তৈরি ও সাজসজ্জার কাজ সম্পন্ন করেছেন কারিগররা। এ বছর জেলার চন্দ্রগঞ্জ থানার ১৫টিসহ পাঁচটি উপজেলায় মোট ৭৮টি পূজা মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে বাংলাদেশ সেনাবাহিনীসহ জেলা প্রশাসন ও জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
জেলা পূজা উদযাপন কমিটির বরাতে জানা যায়, রবিবার (২৮ সেপ্টেম্বর) মহাষষ্ঠীতে দেবী দূর্গাকে আগমনের আহ্বানের মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গোৎসব।
লক্ষ্মীপুরের বিভিন্ন মন্ডপে শনিবার গভীর রাত পর্যন্ত উৎসব মুখর পরিবেশে প্রতিমার সাজসজ্জার কাজ সুসম্পন্ন হয়েছে।
শহরের বেশ কয়েকটি মন্ডপ ঘুরে দেখা যায়, পূজা উদযাপন কমিটির সদস্যরা ও প্রতিমা শিল্পীরা বিভিন্ন কাজে ব্যস্ত। কেউ প্রতিমায় তুলির শেষ আঁচড় দিচ্ছেন, কেউ করছেন মন্ডপের সাজসজ্জা। যথাসময়ে কাজ শেষ করতে পেরে আয়োজকরাও স্বস্তি প্রকাশ করেছেন।
জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিমুল সাহা জানান, পূজাকে ঘিরে সবার মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। মন্ডপগুলোর নিরাপত্তায় সবগুলো প্যান্ডেল সিসি ক্যামরার আওতায় আনা হয়েছে। এদিকে, পুলিশ প্রশাসনের সহযোগিতায় উৎসব-মুখর পরিবেশে এবার পূজা অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা হিন্দু সম্প্রদায়ের।
চন্দ্রগঞ্জ দেবালয় পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চন্দ্রগঞ্জ থানা শাখার সভাপতি শ্রী সমীর কর্মকার জানিয়েছেন, সার্বজনীন শ্রী শ্রী রক্ষাকালী মন্দির (চন্দ্রগঞ্জ বাজার) ও সর্বজয়া পূজা মন্ডপসহ ১৫টি মন্ডপে এবার মহা ধুমধামে পূজা অনুষ্ঠিত হচ্ছে। তিনি জানান, প্রত্যেকটি মন্ডপে প্রশাসনের সহায়তার পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবক দল গঠন করা হয়েছে।
এদিকে শারদীয় দুর্গোৎসব সফল করতে জেলা পুলিশের পক্ষ থেকে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। প্রতিটি মন্ডপে নিরাপত্তা জোরদার করা হয়। চন্দ্রগঞ্জে পূজা মন্ডপের নিরাপত্তায় স্থানীয় প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ে অস্থায়ী সেনা ক্যাম্প স্থাপিত হয়েছে।
জেলা পুলিশ সুপার, মোঃ আকতার হোসেন জানান, পূজাকে সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সবধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। সভা করা হয়েছে আয়োজকদের সঙ্গে। পূজার নিরাপত্তায় প্রতিটি মন্ডপ ভিত্তিক টহল টিম গঠন করা হয়েছে।