লক্ষ্মীপুর প্রতিনিধি :
আধিপত্য বিস্তার ও অভ্যন্তরীণ কোন্দলে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জে আবুল কালাম জহির ওরফে মাটি জহির (৫০) নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) রাত সড়ে ৮টার দিকে চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামের মোস্তফার দোকান নামক এলাকায় এ ঘটনা ঘটে। সড়কের ওপর তার মরদেহ পড়ে আছে। মরদেহের পাশে গুলির খোসাও পাওয়া গেছে। হত্যাকারীরা ধারালো অস্ত্রের সাহায্যে তার মাথায় এলোপাতাড়ি আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। নিহত জহির চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। তিনি পশ্চিম লতিফপুর গ্রামের মনছুর আহমেদের ছেলে।
এদিকে পুলিশ বলছে, জহির নিজেও মাদক ব্যবসায়ী। অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের সন্ত্রাসীরা তাকে হত্যা করেছে।
স্থানীয়রা জানায়, জহির বাড়ি যাওয়ার পথে দুর্বৃত্তরা তার উপর আক্রমণ করে। তার মাথায় এলোপাতাড়ি কুপিয়ে আঘাত করা হয়।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়জুল আজিম নোমান বলেন, আবুল কালাম জহির ওরপে মাটি জহির নামে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সে নিজেও মাদক ব্যবসায়ী ছিল। স্থানীয় আরেক সন্ত্রাসীর সাথে তার অভ্যন্তরীণ বিরোধ রয়েছে। কয়েকদিন আগে একটি খেলাকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়।