নিজস্ব প্রতিবেদক :
৫৪তম স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর উপজেলা পর্যায়ে শীতকালীন বিভিন্ন ইভেন্টে অসাধারণ সাফল্য অর্জন করেছে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জস্থ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা সর্বমোট ৩৮টি পুরস্কার অর্জন করে গৌরবোজ্জ্বল সাফল্যের স্বাক্ষর রেখেছে।
উপজেলা পর্যায়ে আয়োজিত এ ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়, দৌড়ঝাঁপ, লংজাম্প (দীর্ঘলাফ), হাইজাম্প, বর্শা নিক্ষেপ, গোলক নিক্ষেপ, দড়িলাফসহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে। প্রতিযোগিতায় শিক্ষার্থীদের শৃঙ্খলা, ক্রীড়া দক্ষতা ও দলগত সমন্বয় দর্শক ও আয়োজকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
এ প্রতিযোগিতায় বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র সাইমুন কবির (সুরমা শাখা, রোল-৪৪) দড়িলাফে প্রথম স্থান এবং ২০০ মিটার দৌড় প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে বিশেষ কৃতিত্ব প্রদর্শন করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম এ সাফল্যে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘শিক্ষার্থীদের নিয়মিত অনুশীলন, শিক্ষকদের আন্তরিক তত্ত্বাবধান এবং অভিভাবকদের সার্বিক সহযোগিতার ফলেই এই সাফল্য অর্জিত হয়েছে। এটি আমাদের বিদ্যালয়ের জন্য অত্যন্ত গর্বের বিষয়।

এছাড়া ক্রীড়া শিক্ষক ও সংশ্লিষ্ট প্রশিক্ষকরাও শিক্ষার্থীদের এ অর্জনে আনন্দ প্রকাশ করে ভবিষ্যতে জেলা ও বিভাগীয় পর্যায়েও আরও ভালো ফলাফলের আশাবাদ ব্যক্ত করেন।