সোমবার ৬ই মে, ২০২৪ ইং ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মানুষের মত দেখতে গরুর বাছুরের জন্ম!

এক্সক্লুসিভ ডেস্ক : 

গাইবান্ধার সাদুল্লাপুরে এক গরু অদ্ভুত আকৃতির বাছুরের জন্ম দিয়েছে। মুখের অবয়ব প্রায় মানুষের আকৃতির। উক্ত বাছুর দেখতে উৎসুক জনতার ভীড় করছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) সকালে খোর্দ্দ কোমরপুর ইউনিয়নের মুজাহিদপুর গ্রামে বাছুরটি জন্মগ্রহণ করে। বাছুরটি চোখ মুখ নাই। মাথার গঠন কিছুটা মানুষের আকৃতির। বাছুরটি ২টি নাভি, চারটি বাট ২টি কান থাকলেও শরীরের গঠন অস্বাভাবিক। জন্মগ্রহণের এক ঘণ্টার মধ্যেই বাছুরটির মৃত্যু হয়।

গাভীর মালিক বাচ্চু প্রামাণিক জানান, প্রায় ১৫ মাস আগে তার দেশী জাতের গাভীটিকে স্থানীয় এআই কর্মী মাধ্যমে শাহি ওয়াল জাতের বীজ দিয়ে প্রজনন করান। দির্ঘ ১৫ মাস পর সেই গাভীর পেটে এ বাছুরের জন্ম।

এদিকে বিরল এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বাছুরের কথা শুনে মানুষ ছুটে যাচ্ছেন এক নজর দেখার জন্য। এমন আশ্চর্য ঘটনা আগে কখনও দেখেননি বলে জানিয়েছেন এলাকাবাসী। এ বাছুর নিয়ে নানান বিতর্কে জড়িয়ে যাচ্ছেন গ্রামের মানুষরা।

এ ব্যাপারে সাদুল্লাপুর  উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা  ভেটেনারী সার্জন ডা. মোঃ আরিফুর রহমান কনক জানান, কনজিমেটাল অ্যাবনরমালিস্ট এবং জেনিটেক ডিফেক্ট এর কারণে এ ধরণের ঘটনা ঘটে থাকে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১