মঙ্গলবার ১৩ই জানুয়ারি, ২০২৬ ইং ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
তারেক রহমানের সঙ্গে সাংবাদিকদের শুভেচ্ছা বিনিময় ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে প্রতাপিয়ানদের দাপট, ৩৮টি পুরস্কার অর্জন লক্ষ্মীপুরে বিএনপির এ্যানি-খায়েরসহ ৪৩ জনের মনোনয়নপত্র দাখিল বাংলাদেশের ৪ ভিসাকেন্দ্র বন্ধ ভারতে, কলকাতায় বিক্ষোভ ডিসি-এসপিদের সঙ্গে বৈঠকে ইসি বিএনপি নেতার ঘরে তালা মেরে দৃর্বৃত্তদের আগুন, শিশু কন্যার মৃত্যু চন্দ্রগঞ্জে দোকানঘর ভাঙচুরের ঘটনায় আদালতে মামলা : তদন্ত ডিবিতে কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে মহান বিজয় দিবস উদযাপন  বাংলাদেশে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি মা-মেয়ে হত্যা : সুইচ গিয়ার ছুরিটিও ছিল চুরি করা, আদালতে স্বীকারোক্তি

তরুণীর পেট থেকে ১০ কেজি টিউমার অপসারণ

এক্সক্লুসিভ ডেস্ক :

কুমিল্লা নগরীর একটি বেসরকারি হাসপাতালে সফল অস্ত্রোপচারের মাধ্যমে শেফালি পেট থেকে প্রায় ১০ কেজি ওজনের টিউমার অপসারণ করা হয়েছে। গত ২১ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টা থেকে প্রায় দুই ঘণ্টাব্যাপী এই জটিল অপারেশন সম্পন্ন হয়।

ভুক্তভোগী শেফালি এক বছর ধরে পেটে অল্প অল্প ব্যথা অনুভব করলেও বিষয়টিকে গুরুত্ব দেননি। সম্প্রতি ব্যথা বেড়ে গেলে চিকিৎসকের পরামর্শে আলট্রাসনোগ্রাম ও সিটি স্ক্যানে একটি বিশাল টিউমার ধরা পড়ে। চিকিৎসকদের সিদ্ধান্তে দ্রুত অস্ত্রোপচারের ব্যবস্থা নেওয়া হয়।

অপারেশনের পর হাসপাতালের বেডে শুয়ে শেফালি বলেন, আমি তো কখনো কিছু বুঝতে পারিনি। পেটে ব্যথা ছিল, ভাবতাম সাধারণ ব্যথা। পরে শুনলাম পেটে ১০ কেজি টিউমার ছিল! এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি।

সার্জারি বিশেষজ্ঞ ডা. মো. আবু বকর ছিদ্দিক ফয়সল জানান, সিটি স্ক্যানে দেখা যায় টিউমারটি জরায়ুর নালী থেকে সৃষ্টি হয়েছে এবং এটি রোগীর স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটাচ্ছিল। তাই জরুরি ভিত্তিতে অপারেশন করা হয়।

তিনি বলেন, টিউমারটি প্রায় ৮-১০ কেজি ওজনের ছিল। সফলভাবে অপসারণ করা হয়েছে। রোগী এখন সুস্থ। তবে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে, ভারী কাজ করতে তিন মাস নিষেধ করা হয়েছে।

অপারেশনে অংশ নেন ডা. আবু বকর ছিদ্দিক ফয়সল, ডা. ইবনে মমিন জনি, ডা. অনির্বান এবং অ্যানেস্থেসিওলজিস্ট ডা. মেহেদি হাসান।

শেফালিকে আগামী ৫ থেকে ৭ দিনের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জানুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ডিসেম্বর    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১