বৃহস্পতিবার ১৬ই মে, ২০২৪ ইং ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা বিধিনিষেধ : নিজের বিয়েও বাতিল করলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক :

গোটা বিশ্বে জেঁকে বসেছে করোনাভাইরাস। দ্রুত হারে সংক্রমণ বাড়ছে করোনাভাইরাসের নতুন ধরণ ওমিক্রনের। নিউজিল্যান্ডেও রয়েছে এর ব্যাপক প্রভাব।

আর তাই করোনাভাইরাসের ওমিক্রন ধরনের বিস্তার ঠেকাতে নতুন বিধিনিষেধ আরোপ করে নিজের বিয়ের অনুষ্ঠান বাতিল করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্দা আর্ডেন।

রোববার (২৩ জানুয়ারি) সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। খবর রয়টার্সের।

বার্তা সংস্থাটি জানায়, দেশটিতে একটি বিয়ের অনুষ্ঠানে ৯ জন ওমিক্রনে আক্রান্ত হলে প্রশাসন রোববার মধ্যরাত থেকে মাস্ক বাধ্যতামূলক করার পাশাপাশি জনসমাগমের ওপর বিধিনিষেধ আরোপ করে।

এ বিষয়ে প্রধানমন্ত্রী জেসিন্দা আর্ডেন বলেন, জনগণকে আরও বেশি মাস্ক পরতে হবে। বার, রেস্টুরেন্ট ও বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি সমবেত হতে পারবেন না। যদি ভ্যাকসিন পাস ব্যবহার করা না হয় তাহলে উপস্থিতির সংখ্যা ২৫ জনে নেমে আসবে।

প্রধানমন্ত্রী জানান, দেশের সব মানুষের মতোই তিনিও বিয়ে বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন।

জেসিন্দা আর্ডেন বলেন, ‘আমার বিয়ে এখন হচ্ছে না। আমার মতো কারও যদি এমন পরিস্থিতি হয়ে থাকে তার জন্য দুঃখিত। বিয়ে আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে। করোনার বাড়বাড়ন্তের কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অতিমারির কারণে বহু মানুষের বহু কঠিন ক্ষতি হয়ে গেছে। আমি নিউজিল্যান্ডের অন্য নাগরিকদের থেকে আলাদা নই।’

২০১৯ সালে টেলিভিশনের সঞ্চালক ক্লার্ক গেফোর্ডের সঙ্গে অ্যানগেজমেন্ট হয়েছিল জেসিন্দার।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১