নিজস্ব প্রতিবেদক :
সমাজ পরিবর্তনের অঙ্গিকার নিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়নের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মোঃ নজরুল ইসলাম টিটু।
তিনি বলেন, ঈদুল আজহা মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব। সামর্থবান যারা কোরবানি দিচ্ছেন, তারা যেন হত-দরিদ্র জনগণকে কোরবানির গোস্তসহ যাকাত প্রদানের মাধ্যমে পাশে দাঁড়ান। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী টিটু আরো বলেন- কোরবানি করা সমাজে পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠির জন্য সম্ভব হয় না। আমরা যারা সমাজে সচ্ছল ব্যক্তি, আমাদের দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো।
নজরুল ইসলাম টিটু বলেন, রাজনীতি হচ্ছে জন মানুষের কল্যাণে। ইনশাআল্লাহ, আমি চেয়ারম্যান নির্বাচিত হলে চন্দ্রগঞ্জ ইউনিয়নের মধ্যে যারা হত-দরিদ্র। তাদের জন্য সরকারি সহায়তার পাশাপাশি ব্যক্তিগতভাবে সর্বশক্তি দিয়ে তাদেরকে সাহায্য করবো।
উল্লেখ্য, নজরুল ইসলাম টিটু চন্দ্রগঞ্জ ইউপির পশ্চিম লতিফপুর ওয়ার্ডের নুরমিয়া মুন্সি বাড়ির মরহুম হেদায়েত উল্যাহ মিয়ার মেজো ছেলে। মরহুম হেদায়েত উল্যাহ মিয়া জীবদ্দশায় চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদে দীর্ঘ ১৯ বছর মেম্বার হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করেন।