কবির আহমদ ফারুক, চন্দ্রগঞ্জ থেকে :
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল আগামী ৫ সেপ্টেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে হাজিরপাড়া হামিদিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে৷ দলের এ কাউন্সিলকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসাহ-উদ্দীপনা। সভাপতি পদপ্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন আনোয়ার হোসেন বাচ্চু। সময়ের পরীক্ষায় উত্তীর্ণ এই নেতা এখন সবচেয়ে আলোচিত ও প্রত্যাশিত প্রার্থী।
দুঃসময়েও রাজপথে :
রাজনীতির মাঠে নেতা অনেকেই আসেন, আবার হারিয়েও যান। কিন্তু সময়ের কঠিন পরীক্ষায় যারা অবিচল থাকেন, তারাই হয়ে ওঠেন জনগণের ভরসা। আনোয়ার হোসেন বাচ্চু সেই ধরনের এক নাম।
মানুষের কল্যাণের ব্রত নিয়ে তার রাজনৈতিক যাত্রা শুরু। গত ১৭ বছরের লড়াই-সংগ্রামে তিনি দেখিয়েছেন-রাজনীতি তার কাছে কেবল পদ-পদবীর জন্য নয় বরং মানুষের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ। দলের দুঃসময় হোক কিংবা আন্দোলনের উত্তাল দিনগুলো, তিনি সবসময় রাজপথের অগ্রভাগে থেকেছেন। মামলা-হামলা, রাজনৈতিক হয়রানি কিংবা নিপীড়নের ভয় তাকে দমাতে পারেনি।
মানুষের আপনজন :
চন্দ্রগঞ্জ থানার মানুষের কাছে তিনি শুধু একজন রাজনৈতিক নেতা নন—বরং পরিবারের মতো আপনজন। কারও অসুস্থতায় সাহায্যের হাত বাড়ানো, দুঃসময়ে পাশে দাঁড়ানো কিংবা শোষণ-বঞ্চনার বিরুদ্ধে সরব হওয়া। এসব গুণ তাকে সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে দিয়েছে।
একজন স্থানীয় প্রবীণ বাসিন্দা বলেন, “বাচ্চু ভাই শুধু নেতা নন, তিনি আমাদের দুঃখ-সুখের সঙ্গী। তার মতো নেতার খুব দরকার।”
নেতৃত্বে নতুন দিগন্তের প্রত্যাশা :
স্থানীয়দের বিশ্বাস, বাচ্চু ভাই সভাপতি হলে চন্দ্রগঞ্জ থানা বিএনপির নেতৃত্বে আসবে ঐক্য ও নতুন গতি। কর্মীরা যেমন তার ওপর আস্থা রাখেন, তেমনি সাধারণ মানুষও তাকান আশার আলো হিসেবে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক তরুণ কর্মী বলেন, “বাচ্চু ভাইয়ের নেতৃত্ব মানেই সাহস, ঐক্য আর নতুন উদ্যম।”
নিজের কণ্ঠে অঙ্গীকার :
আনোয়ার হোসেন বাচ্চু বলেন, “আমি অতীতেও আপনাদের পাশে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকব। আমরা সবাই মিলে একটি সমৃদ্ধ ও শান্তিপূর্ণ চন্দ্রগঞ্জ গড়ব।”
আশার প্রতীক :
আসন্ন কাউন্সিলকে ঘিরে চন্দ্রগঞ্জে ইতিমধ্যেই সৃষ্টি হয়েছে উচ্ছ্বাস। সাধারণ মানুষের প্রত্যাশা, পরীক্ষিত এই নেতার হাতে দায়িত্ব এলে বিএনপি পাবে নতুন প্রাণশক্তি। রাজনৈতিক স্থিতিশীলতা ও গণমানুষের স্বার্থরক্ষায় তার নেতৃত্বই হতে পারে নতুন অধ্যায়ের সূচনা।
চন্দ্রগঞ্জের রাজনৈতিক অঙ্গনে তাই একটাই নাম প্রতিধ্বনিত হচ্ছে—আনোয়ার হোসেন বাচ্চু। তিনি শুধু সভাপতি প্রার্থী নন, তিনি চন্দ্রগঞ্জ থানা বিএনপির মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক।