বৃহস্পতিবার ২৯শে জানুয়ারি, ২০২৬ ইং ১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার কফিল উদ্দিন ডিগ্রী কলেজের গভর্নিংবডির নতুন সভাপতির দায়িত্ব গ্রহণ চন্দ্রগঞ্জে ডাকাতি মামলার ৩ আসামি গ্রেপ্তার, লুণ্ঠিত মালামাল ও অস্ত্র উদ্ধার চন্দ্রগঞ্জে ভোক্তা অধিকারের লোক দেখানো অভিযানে ধরাছোঁয়ার বাইরে ডিলাররা তারেক রহমানের সঙ্গে সাংবাদিকদের শুভেচ্ছা বিনিময় ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে প্রতাপিয়ানদের দাপট, ৩৮টি পুরস্কার অর্জন লক্ষ্মীপুরে বিএনপির এ্যানি-খায়েরসহ ৪৩ জনের মনোনয়নপত্র দাখিল বাংলাদেশের ৪ ভিসাকেন্দ্র বন্ধ ভারতে, কলকাতায় বিক্ষোভ ডিসি-এসপিদের সঙ্গে বৈঠকে ইসি
নবাগত কিশোর কন্ঠশিল্পী আদিত

আদিতের স্বপ্ন বড় গায়ক হওয়ার

আকাশবার্তা বিনোদন ডেস্ক :
সাহাদাত হোসেন আদিত। আদিত হিসেবেই এলাকায় পরিচিত সবার কাছে। ছোট বেলা থেকে সঙ্গীত চর্চা আর গান ভালোবাসেন। ধীরে ধীরে বেড়ে ওঠার সাথে সাথে তার আপন মনে স্বপ্ন বুনতে থাকেন বড় হয়ে একদিন দেশের সেরা গায়ক হবেন। তবে এখনও তার সে চেষ্টা সফল হয়নি। তবুও নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন তার স্বপ্ন পূরণের। বাড়িতে একাকি চালিয়ে যাচ্ছেন গায়ক হিসেবে নিজেকে তৈরী করার কাজ। মাঝে মাঝে ঢাকায় পাড়ি দেওয়া হয় সেরা গায়কদের সান্নির্ধ্য লাভের আশায়। স্বাক্ষাতও পেয়েছেন অনেক খ্যাতিমান গায়ক-গায়িকাদের।
স্থানীয়ভাবে নোয়াখালীতে দু’একটি কনসার্টে তার গান পরিবেশনের সুযোগ হয়েছে। নতুন হলেও ওইসব অনুষ্ঠানে তার গানে মুগ্ধ হয়েছেন দর্শকবৃন্দ।

আদিত লক্ষ্মীপুরের ছেলে। বাড়ি সদর উপজেলার চরশাহী ইউনিয়নের রামপুর গ্রামে। বাবা মো. মোস্তফা মিঞা স্থানীয় বাজারের একজন ব্যবসায়ী। মা সেলিনা বেগম গৃহিনী। এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান জনতা ডিগ্রী কলেজের দ্বিতীয় বর্ষের (বিজ্ঞান বিভাগ) ছাত্র আদিত। পড়াশোনার পাশাপাশি গায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করাই তার লক্ষ্য।
বৃহস্পতিবার আকাশবার্তার সাথে এক স্বাক্ষাতকারে আদিত তার স্বপ্নের কথা জানান। কীভাবে গায়ক হওয়ার স্বপ্ন তার মধ্যে জেগে ওঠে। ছোট বেলায় যে কোনো গান শুনলে আদিত নিজ মনে গুন গুন করে গানগুলো হুবহু গাওয়ার চেষ্টা করতেন। একসময় অনেক গান তিনি মুখস্ত করে ফেলেন। আদিত জানান, সঙ্গীত জগৎ তার ভালো লাগে। তার লক্ষ্য তার কন্ঠে গাওয়া গানগুলো যেন মানুষের হৃদয় স্পর্শ করে। মানুষের না বলা কথাগুলো যেন তার কন্ঠে খুঁজে পায় মানুষ।
আদিত আরো জানান, প্রথম প্রথম তার মা-বাবা গান বা সঙ্গীত চর্চার প্রতি ছেলের আগ্রহ দেখে তারা বিষয়টি ভালোভাবে নেননি। মা-বাবার স্বপ্ন ছেলেকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার বানাবেন। কিন্তু সঙ্গীতের প্রতি ছেলের প্রবল আগ্রহ দেখে শেষপর্যন্ত তারা ছেলের আগ্রহের প্রতিই সমর্থন জানান। এখন মা-বাবাই বেশি উৎসাহ দিচ্ছেন বলে জানায় আদিত।

গত সপ্তাহে দেশের খ্যাতিমান গায়ক ফেরদৌস ওয়াহিদের সাথে ঢাকায় স্বাক্ষাত করতে যান আদিত। ফেরদৌস ওয়াহিদের ছেলে হাবিব ওয়াহিদও একজন গায়ক। তারা দু’জনই আদিতের কন্ঠে গান শুনে মুগ্ধ হন। ফেরদৌস ওয়াহিদ এবং হাবিব ওয়াহিদ কথা দিয়েছেন সঙ্গীত জগতে তাকে ভালো অবস্থানে যাওয়ার সুযোগ করে দিবেন বলে জানান আদিত।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জানুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ডিসেম্বর    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১