বুধবার ২২শে অক্টোবর, ২০২৫ ইং ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে সাংবাদিক হাছানকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

প্রতিবেদক :

সংবাদ প্রকাশের জেরে ক্ষুদ্ধ হয়ে লক্ষ্মীপুরে জনৈক নুরুল ইসলাম বাবুল নামে এক ব্যক্তি সাংবাদিক মোঃ হাছানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানির অভিযোগ উঠেছে। মোঃ হাছান দৈনিক ভোরের দর্পণ পত্রিকার চন্দ্রগঞ্জ থানা প্রতিনিধি ও অনলাইন নিউজ পোর্টাল মুক্তিকন্ঠ’র বার্তা সম্পাদক এবং লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন দেওপাড়া গ্রামের মৃত জালাল আহাম্মদের পুত্র।

সাংবাদিক মোঃ হাছানের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের ঘটনায় লক্ষ্মীপুরের সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। লক্ষ্মীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ জহিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ আব্বাছ হোসেন এবং লক্ষ্মীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ মমিন উল্যাহ, স্ব-স্ব সংগঠনের পক্ষ থেকে সাংবাদিক মোঃ হাছানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও কাল্পনিক মামলা অবিলম্বে প্রত্যাহারসহ সাংবাদিক মোঃ হাছানকে হয়রানি না করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

জানা যায়, চন্দ্রগঞ্জ থানাধীন পশ্চিম লতিফপুর গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা ছৈয়দ আহাম্মদের প্রবাসী পুত্র মোঃ ফয়সালের মালিকানাধীন কোটি টাকা মূল্যের জমি একই গ্রামের নজির আহাম্মদের পুত্র নুরুল ইসলাম বাবুলের নেতৃত্বে গত ৬ মে প্রকাশ্য দিবালোকে একদল ভাড়াটিয়া লোকজন কর্তৃক জোরপূর্বক দখল করার চেষ্টা চালায়। এসময় ভাড়াটিয়া ওই লোকজন জমির মালিক ফয়সালের বড়ভাই হারুনুর রশিদকে পিটিয়ে আহত করে। এঘটনায় হারুনুর রশিদ বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
পুলিশ আসামিদের গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করে।

সাংবাদিক মোঃ হাছান তার পত্রিকায় এবং নিউজ পোর্টালে এ ঘটনার সংবাদ প্রকাশ করেন। এতে আসামিরা জামিনে এসে আবারো গত ৮ জুন রাতে লোকজন ভাড়া করে এনে উক্ত জমি দখলের চেষ্টা চালায়। জমি দখলের জন্য আসামি ইব্রাহিম খলিল জহিরসহ ভাড়াটিয়া লোকজনের কথোপকথনের একটি অডিও ক্লিপ সাংবাদিক মোঃ হাছান তার নিউজ পোর্টালে প্রকাশ করেন। এতে জবর দখলকারিরা সাংবাদিক মোঃ হাছানের উপর ক্ষুদ্ধ হয়ে উঠে। সোমবার ক্ষুদ্ধ নুরুল ইসলাম বাদী হয়ে হাছানসহ জমির মালিক ফয়সালের বড়ভাই মামলার বাদী হারুনুর রশিদের বিরুদ্ধে লক্ষ্মীপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি কাল্পনিক কাউন্টার মিথ্যা মামলা দায়ের করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

অক্টোবর ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« সেপ্টেম্বর    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১