বুধবার ২২শে অক্টোবর, ২০২৫ ইং ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে স্কুলছাত্র হত্যার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও বিভিন্ন মামলায় গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত পলাতক আসামি আনোয়ার হোসেন সাদ্দামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন, চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ।

শনিবার (১৫ মার্চ) দুপুরে চন্দ্রগঞ্জ থানা এলাকার পশ্চিম লতিফপুর গ্রামের কোয়ারিয়া সেতুর মাথা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছে ২২ পিস ইয়াবা টেবলেট পাওয়া যায়।

গ্রেপ্তারকৃত সাদ্দাম পশ্চিম লতিফপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। সে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী ছিল। তার বিরুদ্ধে আ.লীগ সরকার আমলে ২০১৪ সালে স্কুলছাত্র শিমুল হত্যা মামলায় যাবজ্জীবন সাজা ও একটি অস্ত্র মামলার গ্রেপ্তারী পরোয়ানা ছিল।

সাদ্দামের পরিবারের দাবি, বিগত সরকারের আমলে যখন শিমুল খুন হয়। তখন আনোয়ার হোসেন সাদ্দাম বিদেশে ছিলেন। তাকে ওই সময় চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সভাপতি কাজী মামুনুর রশিদ বাবলু উদ্দেশ্য প্রণোদিতভাবে এই মামলায় আসামি করে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ বলেন, ‘অনেক দিন থেকে আনোয়ার হোসেন সাদ্দামকে গ্রেপ্তার করার অভিযান অব্যাহত ছিল। আজকে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ তাকে চন্দ্রগঞ্জ ও বেগমগঞ্জ থানার সীমান্তবর্তী কোয়ারিয়া সেতুর মাথা নামক জায়গা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

অক্টোবর ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« সেপ্টেম্বর    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১