নিজস্ব প্রতিবেদক :
শ্রমজীবী ও পথচারী মানুষের মাঝে ইফতার বিতরণ করলেন লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জস্থ কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী রিংকু পাটোয়ারী।
শুক্রবার (২৮ মার্চ) বিকেলে তার উদ্যোগে চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে ১৫০ জন রোজাদার শ্রমজীবী মানুষের মাঝে এই ইফতার বিতরণ করা হয়।
কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী রিংকু পাটোয়ারী জানিয়েছেন, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর নির্দেশে আমরা এই ইফতার বিতরন কার্যক্রম পরিচালনা করি।
এছাড়াও পুরো রমজানে আমরা চন্দ্রগঞ্জ থানা এলাকার বিভিন্ন জায়গায় ছিন্নমূল শিশু ও পথচারী রোজাদার মানুষের মাঝে ইফতার বিতরণ করেছি।
ইফতার বিতরণ কার্যক্রমে কলেজ শাখা ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।