আকাশবার্তা ডেস্ক :
মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫১তম শুভ জন্মাষ্টমী উপলক্ষে লক্ষ্মীপুর সদরের চন্দ্রগঞ্জে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চন্দ্রগঞ্জ থানা শাখার আয়োজনে শনিবার সকাল ১০টায় চন্দ্রগঞ্জ বাজার শ্রীশ্রী রক্ষাকালী মন্দির থেকে শোভাযাত্রাটি বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, চন্দ্রগঞ্জ থানা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি বাবু চন্দন কর্মকার।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চন্দ্রগঞ্জ থানা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু সমীর কর্মকার, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবু জয় দেবনাথ, রক্ষাকালী মন্দিরের সাধারণ সম্পাদক বাবু প্রণতোষ কর্মকার, সহ-সভাপতি বাবু গণেশ কুরী ও বাবু বিধান পাল, যুগ্ম সাধারণ সম্পাদক বাবু কাকন কুরী এবং চন্দ্রগঞ্জ থানা যুব ঐক্য পরিষদের আহ্বায়ক বাবু অঞ্জন কুরী।
শোভাযাত্রায় ঐক্য পরিষদ, পূজা পরিষদ, যুব ঐক্য পরিষদ, চন্দ্রগঞ্জ হিন্দু কল্যাণ সংঘসহ বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ ও অসংখ্য ভক্ত-অনুরাগীরা অংশগ্রহণ করেন।