নাজিম ভূঁইয়া, সৌদিঅারব থেকে :
সূদুর প্রবাসে নুতন প্রজন্মের কাছে বাংলার চিরন্তন ঐতিহ্যকে তুলে ধরতে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ সৌদি আরবের জেদ্দায় সোমবার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে পিঠা উৎসবের আয়োজন করে প্রবাসী বাংলাদেশীরা। সৌদিঅারব জেদ্দায় প্রবাসী বাংলাদেশীদের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন’ এই পিঠা উৎসবের আয়োজন করেন। উৎসবে পিঠা তৈরির প্রতিযোগিতারও আয়োজন করা হয়।
বৈশাখী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মাহফুজুর রহমানের সভাপতিত্বে সারতাজুল আলম দিপু’র পরিচালনায় পিঠা উৎসবে প্রধান অতিথি ছিলেন, জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের ভারপ্রাপ্ত কনসাল জেনারেল ড. নজরুল ইসলাম।
উৎসবের আলোচনা পর্বে নজরুল ইসলাম স্বদেশ-সংস্কৃতি এবং নবান্ন উৎসবের স্মৃতিচারণ করেন এবং বাহারি সব পিঠার প্রশংসা করেন। সেই সাথে নতুন প্রজন্মকে আপন সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিতে আয়োজক ও অংশগ্রহণকারীদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান।
উৎসবে জেদ্দা বাংলাদেশ স্কুলের দুই চেয়ারম্যান নেওয়ামুল বশির এবং মার্শেল কবির পান্নু, ভাইস চেয়ারম্যান এ,কে আজাদসহ জেদ্দার সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক, প্রবাসী সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী-পেশার প্রবাসী বাংলাদেশিরা উপস্হিত ছিলেন।
পরে অনুষ্ঠানে বিজয়ী প্রতিযোগিদের বিশেষ সম্মাননা পুরস্কার দেয়া হয়। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।