বৃহস্পতিবার ২৯শে জানুয়ারি, ২০২৬ ইং ১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার কফিল উদ্দিন ডিগ্রী কলেজের গভর্নিংবডির নতুন সভাপতির দায়িত্ব গ্রহণ চন্দ্রগঞ্জে ডাকাতি মামলার ৩ আসামি গ্রেপ্তার, লুণ্ঠিত মালামাল ও অস্ত্র উদ্ধার চন্দ্রগঞ্জে ভোক্তা অধিকারের লোক দেখানো অভিযানে ধরাছোঁয়ার বাইরে ডিলাররা তারেক রহমানের সঙ্গে সাংবাদিকদের শুভেচ্ছা বিনিময় ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে প্রতাপিয়ানদের দাপট, ৩৮টি পুরস্কার অর্জন লক্ষ্মীপুরে বিএনপির এ্যানি-খায়েরসহ ৪৩ জনের মনোনয়নপত্র দাখিল বাংলাদেশের ৪ ভিসাকেন্দ্র বন্ধ ভারতে, কলকাতায় বিক্ষোভ ডিসি-এসপিদের সঙ্গে বৈঠকে ইসি

বেলারুশ এখন পারমানবিক শক্তিধর রাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক :

‘রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, বেলারুশ এবার পারমাণবিক শক্তির ক্লাবে যোগ দিয়েছে।’  সোমবার (২৯ ডিসেম্বর) তিনি রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কর্পোরেশন রোসাটম কর্তৃক নির্মিত প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সফলভাবে পরিচালনা করার কথা উল্লেখ করে এ কথা বলেন।

বেলারুশের জ্বালানি মন্ত্রণালয় নভেম্বরে স্টেশনের দ্বিতীয় পাওয়ার ইউনিটের বাণিজ্যিক অপারেশনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেছে। ২ হাজার ৪০০ মেগাওয়াটের মোট বিদ্যুৎ-উৎপাদন ক্ষমতার সাথে, প্ল্যান্টটিতে দেশের জ্বালানি চাহিদার ৪০ শতাংশ পূরণ করবে বলে আশা করা হচ্ছে। খবর স্পুটনিকের।

এটিকে একটি বড় পদক্ষেপ হিসেবে ঘোষণা করেছেন পুতিন। রাশিয়ায় প্রেসিডেন্ট বলেন, ‘বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ প্রতিবেশী দেশে একটি সম্পূর্ণ নতুন শিল্পের জন্ম দিয়েছে। এই অর্থ বেলারুশ পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হয়েছে।’

উত্তর-পশ্চিম বেলারুশের অস্ট্রোভেটস শহর থেকে খুব দূরে অবস্থিত। বিদ্যুৎ কেন্দ্রটি রোসাটমের একটি সহযোগী সংস্থা নির্মাণ শুরু করে ২০১৩ সালে। এটিতে অত্যাধুনিক পারমাণবিক চুল্লি ব্যবহার করা হয়েছে।

২০২৩ সালে, মিনস্কের বারবার অনুরোধের পরে বেলারুশেও পারমাণবিক অস্ত্র স্থাপন করে মস্কো। বেলারুশের নেতৃত্ব আক্রমণাত্মক পশ্চিমা নীতি এবং ইউরোপ ওয়াশিংটনের মিত্রদের পরমাণু অস্ত্রকে হুমকি হিসেবে মনে করছে। রাশিয়া বেলারুশের সবচেয়ে কাছের মিত্র হওয়ায় তারা আক্রান্ত হলে পাশে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে রাশিয়া।

কিয়েভ-মস্কোর মধ্যে চলমান সংঘর্ষের মধ্যে দুই প্রতিবেশীর মধ্যে সামরিক সহযোগিতা আরও বৃদ্ধি পেয়েছে। ইউক্রেনকে পারমানবিক অস্ত্র সরবরাহ করতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র এমন অভিযোগ করছে রাশিয়া। এরই প্রেক্ষিতে বেলারুশে পারমানবিক অস্ত্র স্থাপনের ধোষণা করে মস্কো।

২০২৩ এর জুলাইয়ে, রাশিয়া জানায়, ‘মার্কিন যুক্তরাষ্ট্র এবং ন্যাটো তাদের বর্তমান রাজনৈতিক গতিপথ পরিবর্তন করলে এবং ইউরোপ থেকে ওয়াশিংটনের পারমাণবিক অস্ত্রাগার সরিয়ে নিলে বা এর অবকাঠামো প্রত্যাহার করলে মস্কো বেলারুশ থেকে তাদের কৌশলগত পারমাণবিক অস্ত্র প্রত্যাহারের কথা বিবেচনা করবে।’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জানুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ডিসেম্বর    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১