আকাশবার্তা ডেস্ক :
গত ৯ জুন ২০২৩ইং তারিখে অনলাইন পোর্টাল “আকাশ বার্তাবিডি ডটকম” লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন ১০নং চন্দ্রগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন, সাংবাদিক মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ হাছান এর ছবিসহ “চন্দ্রগঞ্জকে অশান্ত করতে নুরুল আমিনের নেতৃত্বে জামায়াত চক্র, ক্ষুব্ধ ব্যবসায়ীরা” শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়।
পরবর্তীতে যাহা অনলাইন পোর্টাল যথাক্রমে- প্রতিদিনের খবর, বিজয়ের আলো, দিগন্তের আলো, আরএনবি২৪ডটকম প্রকাশ করা হয়। এছাড়াও ২৫ জুলাই ২০২৩ইং তারিখে প্রিন্ট পত্রিকা “দৈনিক রব” এ “চন্দ্রগঞ্জের আতংক নুরুল আমিনের মিক্সার বাহিনী” শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়।
উল্লেখিত সংবাদটি বস্তুনিষ্ঠ ও তথ্য নির্ভর ছিল না বিধায় আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং উল্লেখিত সকল মাধ্যম থেকে সংবাদটি প্রত্যাহার করে নিয়েছি। এই ধরনের অনাকাঙ্খিত সংবাদ প্রকাশ করার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। প্রকাশান্তে- উল্লেখিত সংবাদ মাধ্যম সমূহের সম্পাদক ও প্রকাশকগণ।