আকাশবার্তা ডেস্ক :
বিশ্ব রেকর্ড গড়লেন বরিশালের নুসরাত জাহান নিপা। নাম লিখিয়েছেন গিনেস বুকে। ১ মিনিটে ৭১টি কয়েনের স্তুপ করে টাওয়ার করে ইতালিয়ান এক নাগরিকের আগের রেকর্ড ভেঙেছেন তিনি। আগের রেকর্ডটি ছিল ১ মিনিটে ৬৯টি কয়েন স্তুপ করে টাওয়ার নির্মাণ করার। মঙ্গলবার (২২ ডিসেম্বর) গিনেস রেকর্ডের সনদ হাতে পেয়েছেন নিপা।
স্থানীয় একটি উন্নয়ন সংস্থায় কাজ করেন নিপা। পাশাপাশি যুক্তরাষ্ট্রের একটি উন্নয়ন সংস্থার অনলাইন ভলেন্টিয়ার তিনি। সরকারি ব্রজমোহন কলেজ থেকে ২০১৪ সালে রসায়নে স্নাতকোত্তর শেষ করেন নিপা। নুসরাত জাহান নিপা বরিশাল নগরের দক্ষিন সাগরদী এলাকার বাসিন্দা।
নিপা বলেন, ‘গতবছর করোনার সময়ে লকডাউনে ঘরে বসে ইউটিউবে একটা ভিডিও দেখতে পান। যেখানে একটার ওপর একটা কয়েন স্তুপ করে টাওয়ারের মতো তৈরি করা হচ্ছে। ২০১৫ সালে ১ মিনিটে ৬৯টি কয়েন স্তুপ করে টাওয়ারের মতো বানিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখান ইতালিয়ান নাগরিক সালভিয়া সাবা। তিনি পারলে আমি কেন পারবো না এমন মনোভাব নিয়ে অনুশীলন শুরু করি।
চলতি বছরের আগস্টে আবেদন জানাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। গত ২৪ নভেম্বর অ্যাভিডেন্সসহ ভিডিও বানিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের জন্য পাঠিয়ে দেই। সেখানে আমি ১ মিনিটে একটার ওপর আরেকটা কয়েন রেখে মোট ৭১টি কয়েন রাখতে সক্ষম হলে আমাকে রেকর্ডের স্বীকৃতি দেয়া হয়।’
তিনি আরও জানান, এ কাজে তার স্বামী তাকে সহযোগিতা করেছেন। গিনেস রেকর্ডের স্বীকৃতি পাওয়ায় সবাই খুশি হয়েছেন।
তিনি বলেন, ভিডিও বাছাই হয়েছে জানতে পারি গেলো ৩০ নভেম্বর। সার্টিফিকেট হাতে পাই ২১ ডিসেম্বর।