লাইফস্টাইল ডেস্ক :
গরমে ঘাম হওয়া একটি সাধারণ সমস্যা। আর এই ঘামের ফলে দেহে দুর্গন্ধের সৃষ্টি হয়। বিশেষ করে সবচেয়ে দুর্গন্ধ সৃষ্টি হয় বগলের নিচে। তবে ব্যক্তি বিশেষে ঘাম হওয়ার পরিমাণ কম ও বেশি হতে পারে। অত্যধিক ঘামের ফলে সৃষ্ট তীব্র দুর্গন্ধ অনেক সময়ই লজ্জার কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই এই দুর্গন্ধ দূর করতে আমরা বিভিন্ন পারফিউম, ডিওড্রেন্ট ব্যবহার করে থাকি। এই সকল পণ্যে ব্যবহার সাময়িকভাবে সমস্যার সমাধান করলেও কোনওটাই স্থায়ীভাবে কাজ করে না। তবে কিছু্ ঘরোয়া উপায়ে শরীরের দুর্গন্ধ দূর করতে পারেন। জেনে নিন সেই উপায়-
রকসল্ট ব্যবহার করুন : এক বালতি হালকা গরম পানিত সামান্য পরিমাণে রকসল্ট দিন। এটি দ্রবীভূত হওয়া পর্যন্ত ভালোভাবে মেশান এবং তারপরে সেই পানিতে গোসল করেন। এটি শরীরের দুর্গন্ধ দূর করতে দুর্দান্ত কাজ করবে।
অ্যাপেল সিডার ভিনেগার স্প্রে করতে পারেন : একটি স্প্রে বোতলে এক কাপ অ্যাপেল সাইডার ভিনেগার এবং ১/২ কাপ পানি মিশিয়ে নিন। এই মিশ্রণটি প্রতি রাতে ঘুমোতে যাওয়ার আগে বগলের নিচে ব্যবহার করতে পারেন। সকালে ঘুম থেকে ওঠার পর ঈষদুষ্ণ পানিতে ভালো করে ধুয়ে নিন। অ্যাপেল সাইডার ভিনেগারে অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য বর্তমান, যা দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ধ্বংস করতে সাহায্য করে।
দুর্গন্ধ দূর করতে আলু ব্যবহার করুন : প্রথমে একটি আলুর পাতলা টুকরো কেটে নিন। গোসলের আগে সেই টুকরো নিয়ে ৩০ মিনিট ধরে বগলের নিচে ভালো করে ঘষুন। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। আলুতে সামান্য অম্লীয় এবং অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য বর্তমান। আলু ঘাম নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। ত্বকের পিএইচ কমিয়ে আন্ডারআর্মসে উপস্থিত ব্যাকটেরিয়া ধ্বংস করে।
নারকেল তেলে দুর্গন্ধ দূর করার উপায় : গোসলের পর এক চামচ নারকেল তেল নিয়ে, সরাসরি আন্ডারআর্মসে বৃত্তাকার গতিতে ম্যাসাজ করুন এবং ত্বকে শোষিত না হওয়া পর্যন্ত ছেড়ে দিন। নারকেল তেলে ফ্যাটি অ্যাসিড বর্তমান, যা শক্তিশালী অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট। এটি দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াকে দূর করে এবং ত্বকের পিএইচ-এর ভারসাম্যও বজায় রাখে।
টমেটোর রস ব্যবহার করে দূর করতে পারেন দুর্গন্ধ : বগলের নিচে তীব্র গন্ধ দূর করার জন্য এক চামচ লেবুর রসের সঙ্গে এক চামচ টমেটোর রস মিশিয়ে নিন। এই মিশ্রণটি বগলের নিচের চারপাশে দিয়ে বৃত্তাকার গতিতে ১০ মিনিট ম্যাসাজ করুন। তারপর ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন।